বর্ষাকালে বাতাসে যখন বাড়তি আর্দ্রতা থাকে, তখন ত্বক আর চুলের নানা সমস্যা হয়। তার মধ্যে একেবারে প্রথমেই আসবে স্ক্যাল্প আর চুলের চটচটে, আঠালোভাব। লক্ষ করে দেখবেন, শ্যাম্পু করার দু’-একদিনের মধ্যেই সমস্যাটা ফিরে আসে। বার বার চুল ধোওয়ার পরেও যায় না। এই মুশকিল আসান করে দিতে পারে আমাদের টিপস!
. খুব ঘন ঘন শ্যাম্পু করবেন না
শ্যাম্পু করার পর চুল রুক্ষ হয়ে যায়, তা নরম ও মসৃণ রাখার জন্য সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে প্রাকৃতিক তেলের ক্ষরণ হয়। তাই আপনি যত বেশিবার শ্যাম্পু করবেন, তত বেশি তেল নিঃসৃত হবে এবং তা চুলের গোড়ায় ঘাম আর ময়লার সঙ্গে জমে তত বেশি আঠা চিটচিটে ভাব হবে। এই সমস্যা ঠেকাতে হলে বার বার শ্যাম্পু করার অভ্যেস ছাড়তে হবে। সপ্তাহে দু’-তিনদিনের বেশি শ্যাম্পু করার দরকার নেই।
. গরমের হাত থেকে বাঁচতে চুল ঘাড়ের উপর তুলে বেঁধে রাখেন?
সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে নিঃসৃত তেলের কাজ হচ্ছে চুলের দৈর্ঘ্য বরাবর একেবারে নিচ পর্যন্ত গিয়ে পুরো চুল মসৃণ রাখা। এবার গরম থেকে বাঁচতে যদি সারাক্ষণ চুলটা চুড়ো করে বেঁধে রাখা হয়, তা হলে তেলটা ফের স্ক্যাল্পেই ফিরে আসবে – ফলে চুলের গোড়া বেশি ময়লা হবে।
. ভারী কন্ডিশনারের ব্যবহার
বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে, তখন যদি আপনি ভারী কন্ডিশনার লাগান, তা হলে চুলও ভারী হয়ে থাকবে। তাই স্রেফ চুলের আগার দিকটাতেই কন্ডিশনার লাগান শ্যাম্পু করার পর। পাঁচ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন ভালো করে।
. ক্ল্যারিফাইং শ্যাম্পু ব্যবহার করুন
ক্ল্যারিফাইং শ্যাম্পু দিয়ে মাথা ধুলে চুলের গোড়াটা ভালো করে পরিষ্কার হয়। অনেকে বলেন যে স্ক্যাল্প স্ক্রাব ব্যবহার করলে বর্ষায় চুল বেশি ভালো থাকে। তবে স্ক্রাব বা তেল খুব বেশি ঘষে ঘষে লাগাবেন না – তা হলেও সিবেসিয়াস গ্ল্যান্ড উত্তেজিত হয়ে বেশি তেল বেরোয়।
. অতিরিক্ত প্রডাক্ট ব্যবহার করছেন না তো?
কন্ডিশনার, লিভ ইন সিরাম, জেল, কার্ল কেয়ার ক্রিম ইত্যাদি অজস্র প্রডাক্ট ব্যবহার করলেও চুল আঠালো, ভারী হয়ে যেতে পারে। তাই যতটুকু না করলেই নয়, কেবল ততটা প্রডাক্টই ব্যবহার করুন। খুব বেশি তেল দেওয়ারও দরকার নেই।
. চিরুনি, বালিশের ওয়াড় ইত্যাদি পরিষ্কার
নিয়মিত চিরুনি, বালিশের ওয়াড় ইত্যাদি পরিষ্কার করুন সাবান দিয়ে। তা না হলে সেখানে জমে থাকা ময়লার কারণেও আপনার চুল নোংরা হবে তাড়াতাড়ি।
. চুল ভিজে থাকা অবস্থায় শোবেন না
অনেকে স্নানের পর ভেজা মাথা কোনওরকমে মুছেই শুয়ে পড়েন। কিন্তু ভেজা চুলসহ শুয়ে পড়লে সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে বেশি তেল নিঃসৃত হতে পারে। গরম জলে চুল ধুলেও একই সমস্যা হয়।