যা গরম পড়েছে এবার! যাঁদের বাইরে বেরোতে হচ্ছে, তাঁরা সবাই জানেন যে খানিকক্ষণ রোদ্দুরে থাকলেই কী প্যাচপ্যাচে ঘাম হচ্ছে। এই পরিস্থিতিতে ফুরফুরে থাকার একমাত্র উপায় হচ্ছে পারফিউম। এখানে বলে নেওয়া যাক, পারফিউমের নানা শ্রেণিবিভাগ থাকে। দিনের বেলা ব্যবহারের জন্য সিট্রাস, ফ্রুটি, ফ্লোরাল বা গ্রিন টি গোছের সুগন্ধি বেছে নিন।
কিন্তু পারফিউম লাগালেই তো হবে না, তা টিকিয়েও রাখতে হবে সারা দিনের জন্য। সেটা কীভাবে সম্ভব?
. স্নান করার পর পারফিউম লাগান। বাসি, নোংরা জামাকাপড়ে একটা গন্ধ থাকেই, সেটা কিন্তু পারফিউম দিয়ে ঢাকা যাবে না।
. পরিষ্কার হওয়ার পর গা শুকনো করে মুছে নিন, তার পর ময়েশ্চরাইজার লাগান। আর্দ্র ত্বকে পারফিউম বেশিক্ষণ থাকে।
. পালস পয়েন্টে পারফিউম লাগাতে হয়। কবজি, ঘাড়, কানের লতির পিছনদিক, কনুইয়ের ভাঁজ হচ্ছে আপনার পালস পয়েন্ট, পারফিউম লাগানোর আগে অল্প পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। তাতে পারফিউম বেশিক্ষণ টিকবে।
. পারফিউম লাগিয়ে অনেকে কবজি ঘষে নেন, সেটা করলে কিন্তু সুগন্ধি উড়ে যাবে তাড়াতাড়ি। পারফিউম লাগান এবং সেটা নিজে থেকে উড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
. পারফিউম ৫-৭ ইঞ্চি দূর থেকে লাগানো উচিত, তবেই তা ত্বকে বেশিক্ষণ থাকবে।
. চুলে খানিক পারফিউম লাগাতে ভুলবেন না, তাতে আপনার চারপাশ ঘিরে থাকবে সুগন্ধের বলয়।
. পোশাকে সুগন্ধি লাগালে কিন্তু পস্তাতে হবে – কারণ সেক্ষেত্রে জামাকাপড়ে দাগ হতে পারে। পারফিউম সরাসরি ত্বকে লাগান।
. পারফিউম গয়না বা ঘড়িতে লাগাবেন না, তাতে সেগুলি খারাপ হয়ে যেতে পারে।
. অন্ধকার এবং শুকনো জায়গায় পারফিউম রাখুন। বাক্সের মধ্যে সেগুলিকে রাখতে পারলেই সবচেয়ে ভালো হয়। অনেকে কেনার পর সুগন্ধির বাক্স ফেলে দেন – সেটা আসলে বোকামি।
. এক পারফিউম বেশিদিন লাগালে একটা সময়ে সেই গন্ধ আর আপনার নাক আলাদাভাবে চিনতে পারবে না, তাই আপনি প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করে ফেলবেন। তাই মাঝে মাঝে পারফিউম বদলানো ভালো।
. বডি মিস্টে পারফিউম কনসেনট্রেশন কম থাকে, তাই এর গন্ধ হালকা হয়। যাঁরা বডি মিস্ট লাগান, তাঁদের মাঝে একবার তা ফের রিপিট করতে হবে।
. একাধিক পারফিউম মিলিয়ে-মিশিয়েও ব্যবহার করা যায়!