এমন অনেকেই আছেন, যাঁরা সোনার চেয়েও রুপোর গয়না বেশি পছন্দ করেন। কিন্তু সমস্যা হচ্ছে, আজকাল যা পরিস্থিতি, তাতে গয়নাগাঁটি পরার সুযোগই হচ্ছে না মোটে! ফলে রুপোর গয়নাও আলমারিতেই তালাবন্ধ হয়ে পড়ে আছে। সোনার রং নষ্ট হয় না কখনওই, কিন্তু রুপোর হয়। তবে সুবিধের দিকটা হচ্ছে, কিছু ঘরোয়া উপায় মানলেই রুপোর হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনা সম্ভব।
তবে সেই সঙ্গে কয়েকটি নিয়ম মেনে রুপো ব্যবহার করা উচিত। রুপোর গয়না কখনও আলগা ফেলে রাখবেন না। তা এমনভাবে স্টোর করুন যাতে আলো আর আর্দ্রতার সংস্পর্শে না আসে। খুব নরম কাপড় বা পুরোনো রুমালে মুড়ে গয়না রাখা উচিত। গয়না পরিষ্কার করার সময়েও নরম কাপড়ই ব্যবহার করুন, টিস্যু পেপার বা তুলোর ফাইবারের কারণে গয়নায় স্ক্র্যাচ লাগতে পারে।
রুপোর বাসন বা কাটলারি যাঁরা ব্যবহার করেন বাড়িতে লোকজন এলে, তাঁদেরও এই নিয়মগুলিই মানতে হবে। কড়া কোনও সাবান বা স্ক্রাবার ব্যবহার করে বাসন পরিষ্কার করা যাবে না। একেবারে হালকা হাতে তা পরিষ্কার করা উচিত। নরম সাবান জলে বাসন-কাঁটা-চামচ ডুবিয়ে রাখুন। খানিক পর জল থেকে তুলে ধুয়ে কাপড় দিয়ে মুছে নিতে হবে।
এবার ট্রাই করে দেখুন কয়েকটি একেবারেই ঘরোয়া টেকনিক। একটি পাত্রে বেকিং সোডা আর জল ফোটাতে আরম্ভ করুন, তার মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েলের টুকরো ছেড়ে দিন৷ জল টগবগ করে ফুটতে আরম্ভ করলে তার মধ্যে গয়না / বাসন ছেড়ে কয়েক মিনিট রাখুন৷ তার পর সাবধানে তুলে নিয়ে শুকনো কাপড়ে মুছে নিন৷ রুপোর গায়ে লাগা সব কলঙ্ক টেনে নেবে ফয়েল৷
ফয়েলের উপর জিনিসপত্রগুলি রেখে তার উপর সোডা ছড়িয়ে যদি উপর থেকে ফুটন্ত গরম জল ঢেলে দেন এবং খানিকক্ষণ রুপো ভিজতে দেন, তা হলেও একই কাজ হবে৷ বেকিং সোডার বদলে আধ কাপ ভিনিগার আর এক কাপ জল ফোটান৷ তাতে ফয়েল দিন। ফুটন্ত জলে গয়নাটা ছেড়ে রেখে দিন খানিকক্ষণ৷ তুলে মুছে নিলেই রুপো ফের ঝলমলিয়ে উঠবে৷
রুপো খুব ভালো পরিষ্কার করতে পারে সাদা পেস্টও। পুরোনো, নরম হয়ে আসা কোনও ব্রাশে মোটা করে পেস্ট লাগান। তার পর আলতো হাতে তা বাসন বা গয়নার গায়ে প্রলেপের বতো লাগিয়ে দশ মিনিট রেখে নিন। তার পর ধুয়ে, মুছে, শুকিয়ে নিলেই হবে। পেস্টের বদলে বেকিং সোডা আর জল দিয়েও এমন একটি মিশ্রণ বানিয়ে ব্যবহার করতে পারেন।
চটজলদি বাসন পরিষ্কার করার জন্য অনেকে টোম্যাটো সসের সাহায্য নেন! নরম কিচেন টাওয়েলে টোম্যাটো সস নিয়ে ভালো করে বাসনের গায়ে মাখিয়ে নিন। তার পর টিস্যু দিয়ে ঘষে ঘষে দাগ তুলে নিলেই বাসন ঝকমক করবে।
ফোটো: ইনস্টাগ্রাম