আপনিও কি মনে করেন যে, মেকআপ করা বা সুন্দর পারফিউম মেখে ভালো পোশাক করে রাস্তায় বেরোনোটা স্রেফ মেয়েদের একচেটিয়া? আচ্ছা, কখনও মনে হয়নি যে এভাবে ছেলেদের ব্রাত্য করে দেওয়াটাও এক ধরনের রিগ্রেসিভ মানসিকতার পরিচয় দেয়? ভেবে দেখবেন তো!
ডেভিড বেকহ্যাম গত বছরেই চোখে সবুজ আইশ্যাডো পরে একটি ম্যাগাজিনের প্রচ্ছদে এসেছিলেন, তা নিয়ে সামান্য হইচই হয়েছিল, তবে পাশ্চাত্যে এখন আর কেউ এসব নিয়ে বিশেষ মাথা ঘামান না। আমাদের দেশে কিন্তু ব্যাপারটা এখনও যথেষ্ট বিতর্কিত।
ব্লগার ও কনটেন্ট নির্মাতা অঙ্কুশ বহুগুণা বেশ কিছুদিন ধরেই নিজের ইনস্টা হ্যান্ডেল থেকে পুরুষদের জন্য মেকআপ টিউটোরিয়াল চালান এবং প্রভূত ট্রোলিংয়ের শিকার হন।
তবে তাতে অঙ্কুশের খুব কিছু যায় আসে না। তাঁর বক্তব্য পরিষ্কার, ‘মেকআপ আমার, আমি অন্য কারও মুখে লাগাচ্ছি না। কাউকে বাধ্য করছি না আমায় অনুসরণ করতে। তা হলে লোকের কথায় পাত্তাই বা দেবো কেন? আমার ভালো লাগে — তাই আমি মেকআপ করব, কাজল লাগাবো।’
সত্যি বলতে কী, পৌরুষের কোনও সংজ্ঞা নেই। এমন কথাও কোথাও লেখা নেই যে সাজপোশাকে পারিপাট্য বা সুগন্ধির প্রতি বাড়তি পক্ষপাত থাকাটা পু্রুষালি নয়। কারও যদি মনে হয় চোখের কোলের গাঢ় কালি বা মুখের দাগ তিনি ঢেকে ফেলতে চান বাইরে বেরনোর আগে, তা হলে দোষের তো কিছু নেই!
চিত্রতারকারা নিয়মিত মেকআপ করেন ক্যামেরার মুখোমুখি দাঁড়ানোর আগে। এখন সোশাল মিডিয়ার যুগ। আমরা প্রত্যেক মুহূর্তে ছবি তুলছি, নিজের জীবনকে মেলে ধরছি আর পাঁচজনের সামনে। তা হলে একটু সাজগোজ করলেই বা অসুবিধের কী আছে?
মডেল সিদ্ধার্থ বাত্রার ইনস্টা হ্যান্ডেলের মেকআপ টিউটোরিয়ালে ভারতীয় পুরুষদের জন্য অত্যন্ত কার্যকর টিপস থাকে। কনসিলার বা ফাউন্ডেশনের ক্ষেত্রে কোন কোন রং ভারতীয় পুরুষদের ত্বকে সবচেয়ে ভালো দেখায়, তা জানতে চাইলে সিদ্ধার্থের শরণ নিতে পারেন।
যদি মনে হয় যে নিজেকে প্রেজেন্টেবল করে তোলার জন্য আপনি ধরাবাঁধা ছকের বাইরে বেরোবেন, স্বচ্ছন্দে তা করুন। স্রেফ কারও চাপে পড়ে বা সমাজের নিয়ম মানতে গিয়ে নিজের ইচ্ছেগুলোর অমর্যাদা করাটা বোকামি।
তবে আমরা কয়েকটি বিশেষ পয়েন্ট মাথায় রাখতে অনুরোধ করব:
• আমরা খুব গরম আর আর্দ্রতার মধ্যেই থাকি বছরের বেশিরভাগ সময়। বেশি মেকআপ করলে বেশি ঘামবেন। প্রসাধন গলে গিয়ে যাচ্ছেতাই দেখাবে!
• মেকআপ করার আগে প্রাইমার লাগানো জরুরি। সিলিকন প্রাইমার ঘাম আটকাতে বেশি কার্যকর।
• মেকআপ খুব ভালো করে তুলবেন, না হলে ত্বকের স্বাস্থ্য খারাপ হবে।
• পরিচ্ছন্ন থাকার ব্যাপারে বাড়তি সতর্ক হোন। নারী-পুরুষ নির্বিশেষে সবার নিয়মিত চুল আর ত্বক পরিষ্কার করা উচিত।
• গোড়াতেই একগাদা জিনিস কিনবেন না। একটা কনসিলার, ময়েশ্চরাইজার আর পাউডার দিয়ে শুরু করুন। এগুলি বাড়ির মেয়েদের কাছেই পেয়ে যাবেন।
• রোদে বেরনোর আগে সানস্ক্রিন আর স্নানের পর ময়েশ্চরাইজার লাগালে ত্বক ভালো থাকে।
আবার কারও যদি এসবে বিন্দুমাত্র আগ্রহ না থাকে, তা হলেও কোনও অসুবিধে নেই! আস্থা রাখুন নিজের ব্যক্তিত্বের উপর। তাতেই আপনি ঝলমলিয়ে উঠবেন!
ফোটো সৌজন্য: ইনস্টাগ্রাম