যে কাজটা আপনি এখন করছেন, সেটা আর ভালো লাগছে না? বুঝতে পারছেন যে, কেরিয়ার হিসেবে ভুল পেশা বেছে নিয়েছিলেন? লকডাউনে কাজ চলে গিয়েছে, এখনও নতুন কিছু পাননি – ফলে অন্য কিছু ট্রাই করে দেখতে চান? কারণ যা-ই হোক না কেন, এ কথা ঠিক যে গত এক-দেড় বছরে এমন মানুষের সংখ্যা বেড়েছে যাঁরা একেবারে নতুন কোনও ফিল্ডে জয়েন করেছেন।
একটা সময়ে মনে করা হত যে মাঝ বয়সে এসে কেরিয়ার চেঞ্জ করাটা বিরাট ভুল। ইদানীং সে সব কনসেপ্ট আঁকড়ে কেউ বসে থাকেন না। ভুল যত বেশিদিন বয়ে নিয়ে যাবেন, তত বেশি মন খারাপ হবে। তাতে কাজের মানও খারাপ হতে থাকবে ক্রমশ।
কেরিয়ার শিফট করার কোনও বয়স হয় না। সফল ইঞ্জিনিয়ার অভিনেতা হতে পারেন, স্কুলশিক্ষক কাজ নিতে পারেন আইটি সেক্টরে, সফটওয়্যার প্রফেশনাল হয়ে যেতে পারেন মোটিভেশনাল গুরু। প্যাশন থাকলে নিশ্চিন্তে এগিয়ে যান, সাফল্য আসবেই। পাশাপাশি খেয়াল রাখুন কয়েকটি জরুরি বিষয়েও।
. আপনি কেন কেরিয়ার শিফট করছেন? সে বিষয়ে একটা পরিষ্কার ধারণা থাকা উচিত। সেই মতো নিজের লক্ষ্য সেট করতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে কিছু পেশার গুরুত্ব কমে, কিছুর আবার বাড়ে। আপনি ঠিক কোথায় দাঁড়িয়ে আছেন? সুযোগ পেলে কি আবার পুরোনো পেশায় ফিরবেন? নাকি নতুন পেশাতেই টিকে থাকার ইচ্ছে আছে? এই প্রশ্নগুলোর উত্তর জানা থাকলে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধে হবে।
. আপনি মিড-কেরিয়ার শিফট করছেন মানে একেবারে শূন্য থেকে শুরু করতে হবে না। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে দরকারে কয়েক ধাপ নেমে আসতে হতে পারে – সেই অভিজ্ঞতাটাও কাজে লাগবে। চিন্তা করবেন না, মন খারাপ করারও দরকার নেই। ব্যাপারটাকে চ্যালেঞ্জ হিসেবে নিন।
. যাঁরা বাধ্য হয়ে নতুন পেশায় জয়েন করছেন, তাঁরা একটা কথা খেয়াল রাখবেন। আজ হয়তো হাতে কোনও কাজ নেই বলেই আপনাকে কম টাকায় নতুন কাজ শুরু করতে হচ্ছে – কিন্তু এখান থেকেও আপনি অনেক কিছু শিখতে পারবেন। সেটা আগামী দিনে কাজেও লাগবে। জীবনের প্রতিটি দিন কিছু শেখার চেষ্টা করুন। আর সুযোগ পেলে যাঁরা পুরোনো পেশায় ফিরতে চান, তাঁরা আগের অফিস বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে চলুন।
. যাঁরা এক ইন্ডাস্ট্রি থেকে অন্য ইন্ডাস্ট্রিতে শিফট করেছেন, তাঁরা ঝটপট দরকারি স্কিল সেট রপ্ত করার চেষ্টা করুন। অফিসে খানিক বেশি সময় কাটিয়ে, সহকর্মীদের সঙ্গে কথা বলে বা অনলাইন কোর্স করে আপনি অনেকটা এগিয়ে যেতে পারেন।
. কেন আপনি নতুন ফিল্ড ট্রাই করে দেখতে চান তা বায়ো ডেটা বা কভার লেটারে পরিষ্কার করে উল্লেখ করুন। তা চাকরি খোঁজার সময়ে আপনাকে সাহায্য করবে।
. পেশা পালটানোর কোনও নির্দিষ্ট সময় হয় না – যে কোনও বয়সে আপনি নতুন কিছু ট্রাই করে দেখতে পারেন। তবে বার বার পরিবর্তন করবেন না, তাতে আবার অনেকটা সময় আর এনার্জি নষ্ট হতে পারে।