নিত্যপ্রয়োজনীয় সব জিনিস, ওষুধপত্রের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আমাদের সবার পরিবারেই যে সব বয়স্ক সদস্যরা আছেন, তাঁদের ভরসা সঞ্চয়ের টাকাটুকুই। সেটা তো বাড়ছে না, তার উপরে সুদের হার যত দিন যাচ্ছে, তত কমছে। এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়ান, খোঁজ রাখুন সেরা সঞ্চয় প্রকল্পের। এমন কোনও ফান্ডে টাকা রাখবেন না যেখানে দুর্দান্ত লোভনীয় রিটার্ন পাওয়ার স্বপ্ন দেখানো হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই সেগুলি মিথ্যা বলে প্রতিপন্ন হয়।
১. সিনিয়ার সিটিজেন্স সেভিংস স্কিম (SCSS)
সুদের হার ৭.৪%, ন্যূনতম ১০০০ টাকা জমা রাখা যায়। বাড়ির কাছের যে কোনও পোস্ট অফিসে গিয়ে এই স্কিম করানো সম্ভব। ভারত সরকারের পৃষ্ঠপোষিত এই স্কিম নিরাপদ এবং নিয়মিত সুদের মাধ্যমে উপভোক্তাকে নিশ্চিত রিটার্ন দেওয়া হয়। ন্যূনতম ১০০০ টাকা ও সর্বাধিক ১৫ লক্ষ টাকা রাখা যায় সিনিয়ার সিটিজেন্স সেভিংস স্কিমের আওতায়, লক-ইন পিরিয়ড পাঁচ বছরের, তার পর আরও তিন বছর বাড়ানো যায়। প্রতিটি কোয়ার্টারে ইন্টারেস্ট ট্রান্সফার করা হয় উপভোক্তার অ্যাকাউন্টে। ১,৫০,০০০ টাকা পর্যন্ত জমা রাশিতে আয়কর ছাড় মেলে। ধরুন আপনি টাকা পাঁচ বছরের জন্য জমা রেখেছেন, তার আগেই যদি তা তোলার দরকার পড়ে, তুলে নিতে পারবেন – তবে কিছু টাকা কাটা হবে সে জন্য।
২. প্রধানমন্ত্রী বয় বন্দনা যোজনা (PMVVY)
এই স্কিমে রিটায়ারমেন্ট আর পেনশন, দুটো সুবিধাই মেলে। এলআইসি এই স্কিমের পরিচালক সংস্থা হিসেবে বহাল হয়েছে। ১০ বছরের জন্য টাকা রাখা যায়, ন্যূনতম জমা রাশির পরিমাণ ১,৫০,০০০ টাকা থেকে ১৫,০০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। টাকা জমা রাখতে হবে ১০ বছরের জন্য। আগে পুরো সময়সীমায় একই হারে সুদ দেওয়া হত, এখন প্রতি বছর সুদের হার ঘোষণা করা হয়। কেউ যদি মাসিক রিটার্ন নেন, তাহলে তিনি সুদ পাবেন ৭.৪% হারে। ছ’ মাস অন্তর ইন্টারেস্ট নিলে মিলবে ৭.৫%। আর বার্ষিক সুদের হার ৭.৬%। তিন বছর টাকা রাখার পর লোনও নেওয়া যায়।
৩. পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (POMIS)
সরকার পোষিত এই স্কিমে ঝুঁকি কম, বয়স্করা প্রতি মাসে নির্দিষ্ট টাকা সুদ পান। সুদের হার নির্ধারিত হয় প্রতি তিন মাস অন্তর। লক ইন পিরিয়ড পাঁচ বছরের, শেষ সুদের হার ছিল ৬.৬%।
সিনিয়ার সিটিজেনরা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করালে ব্যাঙ্ক ভেদে ৩%-৭% সুদ পান। ৫.৫%-৬.৫% সুদ মেলে ট্যাক্স-ফ্রি বন্ডে। মিউচুয়াল, ডেট বা হাইব্রিড ফান্ডও কেনা যায়।
তবে টাকা বুঝে-শুনে লাগানো উচিত – বুড়ো বয়সের সঞ্চয় ভুলভাবে যেন খরচ না হয়, তা দেখবেন।