হাতে বাড়তি কিছু টাকা থাকলে শেয়ার মার্কেটে লগ্নি করার কথা ভাবেন অনেকেই, কিন্তু সাহস পান না। বাঙালি ইদানীং তা-ও মিউচুয়াল ফান্ড বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট নিয়ে আগ্রহী হয়েছে, কিন্তু শেয়ার বাজার মানেই জুয়া – এমন একটা ধারণাও আছে।
আমাদের বক্তব্য হচ্ছে, স্টক মার্কেটকে জুয়া ভেবে নাক সিঁটকে সরে থাকার কোনও মানে হয় না। কারণ জুয়া খেলা হয় পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করে, স্টকের ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম আছে। তবে খুব সতর্কভাবে লক্ষ না করলে তা আয়ত্ত্ব করা দুষ্কর।
. শেয়ার বাজারে সেই টাকাটুকুই লাগান, যেটা আপনার সংসারের খরচ ও সঞ্চয়ের পরেও হাতে থাকে। ধার করে বা একান্ত প্রয়োজনীয় খরচের খাতে জমা রাখা টাকা বিনিয়োগ করবেন না। তাতে গোড়া থেকেই ঝুঁকির বহর বেড়ে যাবে।
. বিনিয়োগের আগে মার্কেট সম্পর্কে খুব ভালো করে রিসার্চ করুন, সেই সঙ্গে নিজের লক্ষ্যমাত্রা স্থির করাও জরুরি। স্রেফ ফাইনানশিয়াল প্ল্যানারের পরামর্শের উপর ভিত্তি করেই টাকা বিনিয়োগ করবেন না, নিজে কী চান সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকা উচিত। তার জন্য আগে মার্কেট বুঝে নেওয়া দরকার। এখন ইন্টারনেটে সার্চ দিলেই নানা তথ্য পাওয়া যায়, সেটা একটা সুবিধে।
. কোনও কোম্পানির শেয়ার আজ হু হু করে বিকোচ্ছে মানেই লোভে পড়ে সেখানে একগাদা টাকা বিনিয়োগ করে দেবেন না। আজ যে ক্ষেত্রের চাহিদা আছে, পাঁচ বছর পরে তার গুরুত্ব কমে যেতেই পারে। তাই এমন পোর্টফোলিও তৈরি করা উচিত যেখানে নানা ধরনের শেয়ার থাকবে। কম-বেশি সব ধরনের রিস্কের কথা মাথায় রেখে লগ্নি করুন, পাশাপাশি এমন কিছু শেয়ার অবশ্যই রাখুন যা যে কোনও সময়ে বাজারে ছাড়লেই ভালো দাম পাবেন এবং লিকুইড ক্যাশের জোগান মিলবে। আপতকালীন পরিস্থিতিতে এই ধরনের শেয়ার আপনার সহায় হতে পারে।
. মার্কেটে ওঠা-পড়া থাকবেই, তা নিয়ে চিন্তা করলে চলবে না। বাজার পড়লেই যাঁরা সব শেয়ার হু-হু করে বেচতে আরম্ভ করে দেন, তাঁরা কখনওই লাভের মুখ দেখবেন না। একই কথা খাটে ডেলি ট্রেডারদের ক্ষেত্রেও। যাঁরা সারাক্ষণ শেয়ার বেচা-কেনা করেন, তাঁদের হাতই বেশি খালি হয়ে যায়। বার বার ট্রেডিং করলে ফি বাবদ খানিক টাকা যাবে, ব্রোকার চার্জও আছে। তাই বিনিয়োগ করার পরেই বার বার ইন্ডেক্স দেখবেন না। অপেক্ষা করুন।
. ইনভেস্টমেন্ট ম্যানেজারের কথায় অন্ধভাবে বিশ্বাস করে লগ্নি করবেন না, কী করছেন সেটা নিজে ভালো করে বুঝে নিন। এঁরা কিন্তু নিজেদের লাভের কথা ভেবে আপনাকে লগ্নি করতে বলবেন, হাই পরফর্মিং স্টক কেনার জন্য জোরজার করতে পারেন। কিন্তু নিজে ভালো করে না বুঝে বা রিসার্চ না করে কোনও কোম্পানিতে টাকা লাগাবেন না।