পপ তারকা ম্যাডোনার উত্থানের গল্পটাই তো যে কোনও মশলা ছবির চেয়ে রঙিন! তাই তিনি যখন ঘোষণা করলেন যে নিজের জীবনের উপর আধারিত একটি চলচ্চিত্র নির্মাণ করবেন এবং পরিচালকের দায়িত্বও সামলাবেন – তখন দর্শক নড়েচড়ে বসতে বাধ্য!
বলে রাখা ভালো যে প্রায় ৬০-ছুঁয়ে ফেলা এই পপ তারকা এর আগেও পরিচালকের আসনে বসেছেন বার দুই এবং বিশেষ সুবিধে করে উঠতে পারেননি কখনওই। দর্শক বা সমালোচক – কোনও তরফেই আনুকূল্য জোটেনি তাঁর কপালে।
তবে ইউনিভার্সাল পিকচার্সের প্রযোজনায় তাঁর নিজের জীবন নিয়ে যে ছবি তৈরি হবে, ধারে ও ভারে তার বহর নিশ্চিতভাবেই ভিন্নমাত্রায় পৌঁছবে। ম্যাডোনা নিজেই হাত লাগিয়েছেন স্ক্রিপ্ট লেখার কাজে, সঙ্গে নিয়েছেন অস্কারজয়ী চিত্রনাট্যকার ডায়াবলো কোডিকে।
দিন কয়েক আগে খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে সব মহলে। তাঁর নাম ভূমিকায় কে অভিনয় করবেন, সে খবর এখনও প্রকাশ্যে আনেননি ‘কুইন অফ পপ’।
প্রসঙ্গত জানিয়ে রাখা যাক, ম্যাডোনাকে সঙ্গীতের দুনিয়া একটু আলাদা চোখেই দেখে এসেছে বরাবর। তিনি পুরুষ অধ্যুষিত বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন সম্পূর্ণ একার জোরে — শূন্য থেকে শুরু করে পৌঁছেছিলেন স্টারডমের শীর্ষে।
নিজেই বলেছেন, “গান আমার জীবনের অনেকটা জায়গা জুড়ে আছে, তাই মিউজিক ছবির খুব গুরুত্বপূর্ণ অঙ্গ হতে চলেছে। তবে সেই সঙ্গে মানুষ হিসেবে, শিল্পী হিসেবে নিজের মতো করে বাঁচার জন্যেও আমাকে অনেক কিছু শিখতে হয়েছে। সেই বিপুল অভিজ্ঞতাও ভাগ করে নিতে চাই দর্শকের সঙ্গে। আমার জীবনের নানা ওঠাপড়ার কথা আমার চেয়ে ভালোভাবে কে আর বলবে?”
এবার অতি জরুরি একটি প্রশ্ন, প্রবল জনপ্রিয় রক ও পপ তারকাদের জীবন নিয়ে তৈরি এই ধরনের বায়োপিকগুলি কেমন ব্যবসা করে? গত বছর মুক্তি পেয়েছিল ব্রিটিশ গায়ক এলটন জনের বায়োপিক ‘রকেটম্যান’, তা ব্যবসার নিরিখে লাভের মুখ দেখেছিল।
ব্রিটিশ রকব্যান্ড ‘কুইন’-এর লিড সিঙ্গার ফ্রেডি মারকারির জীবন নিয়ে তৈরি ‘বোহেমিয়ান র্যাপসডি’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে, তা উচ্চ প্রশংসিত হয়। নাম ভূমিকায় অসামান্য অভিনয় করেছিলেন রামি মালেক, তিনি অস্কারও পেয়েছিলেন।
অতিমারির বাজারে বিনোদন ইন্ডাস্ট্রির অবস্থা সত্যিই খুব খারাপ। শ্যুটিং শুরু হচ্ছে ধীরে ধীরে, সেই সঙ্গে রয়েছে সংক্রমণের আশঙ্কাও। বিশেষ করে ম্যাডোনার জীবনের গোড়ার দিকে মিশিগান বা নিউ ইয়র্ক শহরের বস্তির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমেরিকার করোনা পরিস্থিতি সামলে তবেই সে সব চিত্রায়ণের কাজ শুরু করা যাবে।
তবে আশা করা যাক যে এ সব ছোটোখাটো সমস্যা সামলাতে খুব ঝামেলা হবে না এবং খুব শিগগিরই ফ্লোরে যাবে ছবিটি।
ফোটো সৌজন্য: ইনস্টাগ্রাম