দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন, কোভিড ছাড়াও ছিল আরও নানা জটিলতা। লড়াই চালাচ্ছিলেন, তবে যত দিন যাচ্ছিল, তত বাড়ছিল আশঙ্কা।
সংজ্ঞা ছিল না অনেক দিনই, নিভে আসছিল আশা। শেষ পর্যন্ত আজ দুপুরে মর্মান্তিক খবরটা পাওয়া গেল — সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। বাংলার সংস্কৃতি ও শিল্প জগতে এক যুগের অবসান হল নিশ্চিতভাবেই!