সামনের বছর কোভিড পরিস্থিতি কী অবস্থায় থাকবে জানা নেই, ক্লাস টেন ও টুয়েলভের বোর্ড পরীক্ষা নেওয়া যাবে কিনা, তা-ও বোঝা যাচ্ছে না এখনই। কিন্তু ছাত্রছাত্রীদের নানা অসুবিধের কথা চিন্তা করে ও স্কুলের আবেদন মেনে ইভ্যালুয়েশন সিস্টেমে এখন থেকেই পরিবর্তন এনেছে কেন্দ্রীয় বোর্ড। স্কুলগুলি তা মেনে চললে অফলাইন পরীক্ষা না হলেও ছাত্রদের যোগ্যতা বিচার করা যাবে।
.২০২১-২০২২ শিক্ষাবর্ষে সিলেবাসে কিছু কাটছাঁট করা হয়েছে। স্কুল বন্ধ থাকায় অনেক বিষয়েই প্র্যাকটিকাল ক্লাস নেওয়া যায়নি, ইন্টারনেট সহজলভ্য না হওয়ায় সব ছাত্রছাত্রী সমানভাবে প্রস্তুতিও নিতে পারবে না – সে সব সাত পাঁচ ভেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
. পুরো শিক্ষাবর্ষকে ভাগ করে নেওয়া হয়েছে দুই ভাগে। সিলেবাসও দু’ ভাগে বিভক্ত। প্রথম টার্মের শেষে প্রথম ভাগের পরীক্ষা হবে, দ্বিতীয় টার্মের পর দু’ নম্বর অংশের।
. স্কুল থেকে যে সব কাজ বা প্রজেক্ট করতে দেওয়া হবে, তার জন্যও নম্বর বরাদ্দ রাখা হয়েছে। নম্বর থাকবে পিরিয়ডিক টেস্ট, লিসনিং স্কিল, অ্যাসাইনমেন্টেও।
. প্রতিটি পিরিয়ডিক টেস্ট খুব যত্ন নিয়ে দিতে হবে। অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টের কাজ জমা দেওয়ার সময়েও যত্নশীল হওয়া দরকার।
.আপাতত ঠিক আছে যে টার্ম ১-এর পরীক্ষা নেওয়া হবে নভেম্বর-ডিসেম্বর মাসে। ফাইনাল টার্ম হবে ২০২২-এর মার্চ-এপ্রিলে। কোন টার্মে কতটা সিলেবাস পড়ানো হবে, তা নিয়ে নির্দেশিকা জারি হবে কিছুদিনের মধ্যেই।
. প্যানডেমিক পরিস্থিতি উন্নত হলে স্কুলে/ কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা চালু করা হবে। নতুবা অনলাইন পরীক্ষা নিতে হবে স্কুলকে। টার্ম ১ আর টার্ম ২, দুটোই পরিচালনা করবে বোর্ড।
. দেড় ঘণ্টার পরীক্ষায় কেস-বেসড ও অ্যাসার্টসন-রিজনিং টাইপ মাল্টিপল চয়েজ প্রশ্ন থাকবে। যদি কেন্দ্রে গিয়ে টার্ম টু বা ফাইনাল পরীক্ষা দেওয়া যায়, তা হলে টার্ম ১-এর এমসিকিউ প্রশ্নপত্রে পাওয়া নম্বরের গুরুত্ব কমতে পারে। তবে টার্ম ওয়ানে ভালো রেজাল্ট না হলে মূল ফলাফলে তার ছাপ পড়বে।
. যদি টার্ম টু পরীক্ষার আগে ফের লকডাউন শুরু হয়, তা হলে স্কুলে গিয়ে দেওয়া টার্ম ওয়ানের গুরুত্ব বাড়বে। সোজা কথায়, যে পরীক্ষা স্কুলে গিয়ে অফলাইন দেওয়া সম্ভব, সেটি খুব সিরিয়াসলি নিতে হবে।
. যদি টার্ম ১ ও ২ দুটো সময়েই স্কুল পুরো বন্ধ রাখতে হয়, তা হলে স্কুলের প্রজেক্ট বা অনলাইন পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই রেজাল্ট ঘোষণা করতে হবে।
. আরও বিশদে জানতে চাইলে দেখুন এই লিঙ্কটি —