কোভ্যাক্সিন আন্তর্জাতিক স্তরে মান্যতা পায়নি এখনও, কিছু বিতর্ক আছে কোভিশিল্ড নিয়ে। তাই যাঁরা বিদেশে যাওয়ার কথা ভাবছেন, তাঁদের কোনওভাবে সাহায্য করবে না ভারতে তৈরি এই দু’টি ভ্যাকসিন – এমন একটা ধারণা তৈরি হয়েছে ইদানীং।
ব্যাপারটা যে একদম ভুল, তা নয়। অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের প্রযুক্তি অনুযায়ী ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ডকে পৃথিবীর অনেক দেশই গ্রাহ্য করছে না। যদিও অ্যাস্ট্রাজেনেকা ওই প্রযুক্তিতে যে ভ্যাকসিন বানিয়েছে, তা অ্যাপ্রুভাল পাচ্ছে সর্বত্র।
ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’ এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি ইউজের ছাড়পত্র পায়নি। এই টিকা সংক্রান্ত আরও তথ্য হাতে না পাওয়া পর্যন্ত WHO কোভ্যাক্সিনকে মান্যতা দেবে না – ততদিন পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকা যুক্তরাষ্ট্রে কোভ্যাক্সিন নেওয়া কোনও ভারতীয় নাগরিক প্রবেশের ছাড়পত্র পাবেন না।
তবে সাম্প্রতিক অতীতে কিছু পরিবর্তন এসেছে এবং কোভিশিল্ড যাঁরা নিয়েছেন, তাঁরা ইউরোপিয়ান ইউনিয়নের কয়েকটি দেশে যাওয়ার ছাড়পত্র ‘গ্রিন পাস’ পাবেন। কোন কোন গুরুত্বপূর্ণ দেশ নিয়ম শিথিল করেছে জানতে চান?
ফ্রান্স
বিশ্বের যে কোনও দেশের WHO মান্যতাপ্রাপ্ত ভ্যাকসিনের পুরো ডোজ নিলে আপনি ফ্রান্সে প্রবেশ করতে পারবেন, তার মধ্যে কোভিশিল্ডও পড়ে। তবে সর্বত্র আপনাকে মাস্ক পরতে হবে। ব্যারিয়ার মেথড ছাড়া কোনও পাবলিক প্লেসে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ।
সুইৎজারল্যান্ড
হয় WHO মান্যতাপ্রাপ্ত ভ্যাকসিনের পুরো ডোজ নেওয়ার প্রমাণ চাই, না হলে আপনার কোভিড হয়েছিল এবং সেরে উঠেছেন সেই প্রমাণ দিতে হবে। যাঁদের ভ্যাকসিনেশন বা কোভিড কোনওটাই হয়নি, তাঁদের আরটিপিসিআর টেস্ট করাতে হবে বিমানযাত্রার ৪৮ ঘণ্টা আগে। রিপোর্ট নেগেটিভ হলেও কোয়ারেন্টাইনে থাকতে হবে সে দেশে ঢোকার পর।
স্পেন
ভারত থেকে স্পেনে গেলে আপনাকে গোড়াতেই ১০ দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে – তা সে যে ভ্যাকসিনই নিন না কেন। সে দেশে ঢোকার আগেই একটি ইলেকট্রনিক ফর্ম ভর্তি করতে হবে। সেই ফর্ম জমা দেওয়ার পরে একটি কিউআর কোড জেনারেটেড হবে। স্বাস্থ্য বিভাগকে দরকারমতো দেখাতে হবে।
সুইডেন
সুইডেনে ঢোকার অন্তত তিন সপ্তাহ আগে ভ্যাকসিনেশনের পুরো ডোজ কমপ্লিট করতে হবে। সে দেশে পৌঁছনোর ছ’ মাস আগের সময়সীমার মধ্যে কারও কোভিড হয়ে থাকলে তাঁকে সুইডেনে ঢোকার পর বাধ্যতামূলক কোভিড টেস্ট করাতে হবে না।
সুইডেন ৩১ আগস্ট পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে থাকা কোন কোন দেশ থেকে যাত্রী আগমনের অনুমতি দিয়েছে, সেই তালিকাটা দেখে নিতে হবে একবার। সেপ্টেম্বরের ১ তারিখ এই তালিকা ফের আপডেট করা হবে। যাঁরা কার্যসূত্রে বা লেখাপড়ার কাজে সে দেশে যাওয়ার প্ল্যান করে রেখেছেন, তাঁরা এই তালিকা দেখে যাত্রার দিনস্থির করুন।
** কোভিড সংক্রান্ত নিয়মকানুন সারাক্ষণ বদলাচ্ছে। ট্র্যাভেল করার আগে খুব ভালো করে সে দেশের ওয়েবসাইট দেখে নেবেন।
*** সব মিলিয়ে মোট ৪০টি দেশ কোভিশিল্ডকে গ্রাহ্য করছে, কোভ্যাক্সিন মান্যতা পেয়েছে ৮টি দেশে।