সারা পৃথিবীর নানা অঞ্চলে পাখি, মাছ আর কিছু স্তন্যপায়ী প্রাণী বিশেষ ঋতুতে এক জায়গা থেকে অন্যত্র পাড়ি দেয় নিরাপদ বাসস্থান আর খাবারের খোঁজে। শীতকালে উত্তর মেরুতে খুব ঠান্ডা পড়ে, তা টের পাওয়া যায় মেরুপ্রদেশের আশপাশের এলাকাতেও। রাশিয়া বা উত্তর ইউরোপ, আমেরিকা থেকেই অজস্র পাখি ভারত-বাংলাদেশে চলে আসে উষ্ণতার খোঁজে।
আবার বসন্তকালে যখন বরফ গলে, নানা সবুজ গাছপালা আর প্ল্যাঙ্কটন জন্মায়, তখন এরা ফেরে নিজের দেশে। ডিম পাড়ে, বশবৃদ্ধি করে। এমনটাই চলে আসছে হাজার হাজার বছর ধরে। আজকাল পরিযায়ী পাখি অনেক কম আসে নানা কারণে। আড়ে-বহরে বেড়েছে শহর, কমেছে পাখিদের বাসা বাঁধার জায়গা।
অজস্র মানুষের ভিড়, শখের ফোটোগ্রাফারের অতি উৎসাহ পাখিদের মুখ ফিরিয়ে নিতে বাধ্য করেছে – তবু এখনও যত পাখি আসে, তার সংখ্যাটা নেহাত কম নয়। পশ্চিমবঙ্গে যে সব পরিযায়ী পাখি আসে, তাদের দেখতে গেলে উত্তরবঙ্গের গাজলডোবা, হুগলির পূর্বস্থলী, হাওড়ার সাঁতরাগাছির ঝিল খুব ভালো জায়গা। ওড়িশার মঙ্গলাজোড়িতেও প্রচুর পাখি দেখা যায়। আসুন, তাদের কয়েকটিকে চিনে নেওয়া যাক।
১. ব্লু থ্রোট
এই পরিযায়ী পাখিটির বাসস্থান উত্তর আমেরিকা ও আলাস্কার তুন্দ্রা অঞ্চলে। মঙ্গলাজোড়িতে প্রচুর পাওয়া যায়। পূর্ব কলকাতার জলাভূমি ও গাজলডোবাতেও দেখা মেলে।
২. ইয়েলো ওয়্যাগটেল
এগুলি আসে পশ্চিম ইউরোপ থেকে। আগেরটির মতোই শীতকাল জুড়ে এই পাখির দেখা মেলে মঙ্গলাজোড়ি, পূর্ব কলকাতার জলাজমি অঞ্চল আর মালদহের গাজলডোবায়।
৩. ফায়ার টেলড সানবার্ড
এটি অবশ্য পরিযায়ী পাখি নয়, হিমালয়ের পাহাড়ি এলাকায় থাকে। শীতকালে পূর্ব সিকিম আর দার্জিলিংয়ে দেখা যায় প্রচুর পরিমাণে। এটি স্ত্রীপাখির ছবি।
৪. রেড ক্রেস্টেড পোচার্ড
‘
সেই সুদূর ব্রিটিশ দ্বীপপুঞ্জ থেকে উড়ে আসে এই পরিযায়ী পাখিটি, গাজলডোবা আর পূর্বস্থলীতে গেলেই দেখতে পাবেন।
৫. নর্দার্ন ল্যাপউইং
গাজলডোবায় দেখা মেলে সুদূর সাইবেরিয়া থেকে আসা এই পরিযায়ী পাখিটির।
৬. গাডওয়াল
উত্তর ইউরোপ আর সেন্ট্রাল নর্থ আমেরিকা থেকে এ দেশে আসে এবং বাসা বাঁধে গাজলডোবা ও পূর্বস্থলীতে। ছবিতে স্ত্রী-পুরুষ দু’টিকেই দেখা যাচ্ছে।
৭. নর্দার্ন শোভেলার
এটি আসে উত্তর ইউরোপ ও উত্তর আমেরিকা থেকে। এদের দেখতে গেলেও গাজলডোবা, পূর্বস্থলী আর মঙ্গলাজোড়ি সেরা স্পট।
৮. নর্দার্ন পিনটেল
উত্তর আমেরিকা ও ইউরোপ থেকে আসা এই পাখির দেখা মেলে গাজলডোবা, পূর্বস্থলী আর মঙ্গলাজোড়িতে।
৯. প্যাসিফিক গোল্ডেন প্লোভার
এই পরিযায়ী পাখিটির বাসা পশ্চিম আলাস্কা ও সাইবেরিয়ায়। গাজলডোবা ও মঙ্গলাজোড়ি ছাড়াও দেখা মেলে সুন্দরবনে।
১০. রাফ
উত্তর ইউরেশিয়া থেকে উজিয়ে আসা এই পাখির দেখা মেলে মঙ্গলাজোড়িতে।
১১. রুডি শেলডাক
দক্ষিণপূর্ব ইউরোপ আর পশ্চিম চিনের মঙ্গোলিয়া থেকে আসা এই পাখির দেখা মেলে গাজলডোবা, পূর্বস্থলী আর মঙ্গলাজোড়িতে।