বহু মানুষের ভ্যাকসিনেশনের কাজ হয়ে গিয়েছে ইতিমধ্যে, অন্তত প্রথম ডোজ তো পড়েই গিয়েছে। আপনাদের মধ্যে অনেকেই সাইড এফেক্টে ভুগেছেন – ব্যথা হয়েছে গা-হাতে, জ্বর, বমি, পায়খানার মতো নানা সমস্যাও হয়েছে। সেকেন্ড ডোজ নিলে ফের সেই সমস্যাগুলি ফিরে আসবে কিনা, তা নিয়ে আশঙ্কা আছে?
ভ্যাকসিন নেওয়ার পর যে সাইড এফেক্ট হয়, তার পোশাকি নাম AEFI বা অ্যাডভার্স এফেক্ট ফলোয়িং ইমিউনাইজেশন। কার কতটা সাইড এফেক্ট হবে সে ব্যাপারে আগে থেকে নিশ্চিত হয়ে কিছু বলা যায় না – এটা অতি জটিল একটা ইমিউনাইজেশন প্রসেস। আমরা কথা বলেছিলাম সরকারি চিকিৎসাব্যবস্থা থেকে সদ্য অবসরপ্রাপ্ত বর্ষীয়ান চিকিৎসক ডা. স্বপন রায়ের সঙ্গে। তিনি কয়েকটি পয়েন্ট তুলে ধরলেন।
. প্রথম ডোজে আপনার শরীরে সাইড এফেক্ট হয়েছিল বলে দ্বিতীয় ডোজের পরেও হবে, তার কোনও মানে নেই।
. আবার একইভাবে, প্রথম ডোজ নেওয়ার পরে একেবারে কিছুই টের পাননি বলে দ্বিতীয় ডোজের পরেও পাবেন না, তার কোনও নিশ্চয়তা নেই।
. ইঞ্জেকশনের পর হাতেও ব্যথা থাকতে পারে। সামান্য গা বমিভাব বা পেট খারাপের মতো সমস্যাও ‘স্বাভাবিক’ বলে জানিয়েছেন ‘কোভিশিল্ড’ ভ্যাকসিনের নির্মাতারাই।
. ভ্যাকসিন নেওয়ার ১২ ঘণ্টা পর থেকে জ্বর, মাসলে ব্যথা, সামান্য দুর্বলতা ইত্যাদির মতো সমস্যা হতে পারে, ২৪ ঘণ্টার মধ্যেই তা ঠিক হয়ে যাবে। জ্বর এলে প্যারাসিটামল খেয়ে নিন।
. র্যাশ বেরোয় কারও কারও, তাঁরা ডাক্তারের সঙ্গে একবার কথা বলে অ্যান্টি অ্যালার্জিক খেতে পারেন। তবে অ্যালার্জিক রিঅ্যাকশন সাধারণত ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পরেই দেখা যায়, এ দেশে খুব বেশি দেখা যায়ওনি।
. সেকেন্ড ডোজের জন্য আলাদা করে কোনও প্রস্তুতি নেওয়ার দরকার নেই। স্বাভাবিক খাওয়াদাওয়া করে যান, ফিরে এসে একটু বিশ্রাম নিন। একদিনের মধ্যেই শরীর ঠিক হয়ে যাওয়ার কথা।
আপনার কি ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পরে কোভিড হয়েছিল?
তাহলেও আপনাকে দ্বিতীয় ডোজ নিতে হবে। তবে কবে নেবেন, তা নিয়ে আপনার ডাক্তারের সঙ্গে কথা বলে নিন অবশ্যই। একবার কোভিড হলে আপনার শরীরের নিজস্ব একটা প্রতিরোধক্ষমতা তৈরি হবে, তা ঠিক। কিন্তু সেই ইমিউনিটি কতদিন থাকবে, তা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি এখনও। ভ্যাকসিনের দু’টি ডোজ আপনাকে পূর্ণ সুরক্ষা জোগাবে। তবে সেকেন্ড ডোজের কয়েকদিন আগে কোভিড হলে হয়তো অপেক্ষা করতে হবে কিছুদিন – কিন্তু ভ্যাকসিন নিয়ে নিতেই হবে।
ভ্যাকসিন নেওয়ার পরেও কি কোভিড হতে পারে?
হ্যাঁ পারে। একে ব্রেকথ্রু ইনফেকশন বলা হয়। তবে এ ক্ষেত্রে রোগ খুব জটিল হয়ে যায় না সাধারণত। ভ্যাকসিন নেওয়ার পরেও আপনাকে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।