ব্রিটেনে করোনা ভাইরাসের যে নয়া স্ট্রেন দেখা দিয়েছে, তা নিয়ে আতঙ্কে ভুগছে গোটা দুনিয়া। পরিস্থিতি এমন, যে ইউরোপিয়ান ইউনিয়ন ব্রিটেনের সঙ্গে সীমানা বন্ধ করে দিয়েছে। ভারতেও ইংল্যান্ড থেকে আসা কোনও বিমান ল্যান্ড করবে না ২২ ডিসেম্বর থেকে। গত এক সপ্তাহে ব্রিটেন থেকে যাঁরা দেশে ফিরেছেন, তাঁদের কড়া কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার রাত থেকেই লন্ডন ও আশপাশের এলাকায় চালু হয়েছে কড়া লকডাউন। ক্রিসমাসের আগে ফের স্তব্ধ সমস্ত ব্যবসা-বাণিজ্য, কেবল একান্ত প্রয়োজনীয় দোকানপাট ছাড়া খোলা রাখা যাবে না কোনও বিপণি। নেদারল্যান্ডস, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, অস্ট্রিয়া, ইতালি, সুইৎজারল্যান্ডসহ কোনও দেশ ঢুক্তে দেবে না ব্রিটেন থেকে আগত কোনও যাত্রীকে। ক্রিসমাসের মরশুমে ইউরোপের পর্যটন ব্যবসা সামান্য হলেও ঘুরে দাঁড়ানোর আশা ছিল – আপাতত সে গুড়ে বালি।
ব্রিটেন সরকারের তরফে জানানো হয়েছে, দেশে ডিসেম্বরের গোড়া থেকে ফের মাথাচাড়া দিয়েছে করোনা সংক্রমণ। সেখানে টীকাকরণ প্রকল্পের কাজও চলছে, পাশাপাশি ফের নতুন করে বাড়ছে রোগীর সংখ্যা। পরীক্ষা করে দেখা গিয়েছে, এবারের সংক্রমণের কারণ যে ভাইরাস, তা আগেরটির চেয়ে বেশি শক্তিশালী। মিউটেশনের ফলে বেড়েছে তার ক্ষমতা, তা ছড়িয়েও পড়ছে খুব দ্রুত গতিতে। তবে এই ভাইরাসের মারণক্ষমতা বেশি কিনা তা এখনও বোঝা যাচ্ছে না।
পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আপাতত জানা গিয়েছে, ভাইরাসের এই নয়া স্ট্রেনটি সেপ্টেম্বর থেকে দেখা যাচ্ছে। এর উৎস সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা যায়নি, তবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় তা সংক্রমণ ছড়াচ্ছে ব্যাপক হারে।
সাম্প্রতিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, লন্ডন থেকে অন্যত্র চলে যাওয়ার চেষ্টায় সেখানকার অধিবাসীরা ভিড় জমাচ্ছেন ট্রেন ও বাস স্টেশনে, বাড়ছে হাসপাতালে ভর্তির হার। সরকারের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে যে পরিস্থিতি কঠিন, একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোই ভালো।
এই পরিস্থিতিতে ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রকের তরফে অযথা ভয় না পাওয়ার অনুরোধ জানানো হয়েছে। তবে নিজের সাবধানতার জন্য ইংল্যান্ড ফেরত যে কোনও ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখুন আপাতত। শীত পড়তেই লাগামছাড়া ভিড় জমছে পার্ক স্ট্রিট, ভিক্টোরিয়া, ময়দান, চিড়িয়াখানা চত্বরে। মানা হচ্ছে না দূরত্ববিধি বা স্বাস্থ্যবিধি। দায়িত্বজ্ঞান হারালেই কিন্তু সংক্রমণের ভয় থাকে। তাই বাড়তি সতর্ক থাকুন। বাইরে গেলে মাস্ক পরুন, পার্টি করলেও মানুন দূরত্ববিধি। একান্ত চেনা পরিসর ছাড়া অন্যত্র যাওয়ার সময় কিন্তু এখনও আসেনি।