প্রায় মাস দুয়েক এ রাজ্যে কোনও অফলাইন পরীক্ষা হয়নি, কোভিড পরিস্থিতি একটু উন্নত হওয়ায় পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আসর বসবে আগামীকাল। আন্ডারগ্র্যাজুয়েট এঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য দু’টি ভাগে পরীক্ষা হবে – গোটা রাজ্যের ২৭৪টি সেন্টারে পরীক্ষা দেবেন প্রায় ৯২ হাজার ছাত্রছাত্রী।
প্রতি বছর রবিবার দিন এই পরীক্ষা হয়, তবে এবারের পরীক্ষার জন্য ধার্য হয়েছে শনিবার। প্রথম পেপার, অঙ্ক। দ্বিতীয় পেপার ফিজিক্স-কেমিস্ট্রি। পরীক্ষার সময়সীমা দু’ ঘণ্টা। পরীক্ষা শুরুর পর আর সেন্টারে ঢোকা যাবে না, পুরো পরীক্ষা শেষ হওয়ার আগে হল ছেড়ে বেরনোর অনুমতি মিলবে না।
. কোভিডের আশঙ্কা কমে গেলেও অন্য সমস্যা আছে – লোকাল ট্রেন বন্ধ, বাসও তেমন চলছে না। তাই অভিভাবকরা চিন্তায় আছেন সেন্টারে পৌঁছনো নিয়ে। তবে ছাত্রছাত্রীদের সুবিধের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। WBJEE-র তরফে কতগুলি নম্বর দেওয়া হয়েছে, ছাত্রছাত্রীরা যে কোনও অসুবিধেয় পড়লে এই নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারে।
ল্যান্ডলাইন নম্বরগুলি হল ০৩৩ ২৩৬৭-১১৫৯, ০৩৩ ২৩৬৭-১১৪৯, ০৩৩ ২৩৬৭-১১৯৯, টোল ফ্রি নম্বর ১৮০০ ১০২৩ ৭৮১, ১৮০০ ৩৪৫০ ০৫০।
. স্টেট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পরীক্ষার আয়োজকদের বিশেষ অনুরোধে পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধের জন্য সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশেষ বাস চালাবে। পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড দেখিয়ে সেই বাসে উঠতে পারেন। সাউথ ও নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনও বিশেষ বাস চালাবে।
কিছু বাড়তি বেসরকারি বাসও পথে নামবে কাল – এমন ইঙ্গিত মিলেছে বাস মালিকদের সংগঠনের পক্ষেও। বোর্ড। ‘জয় বাংলা সম্মেলন’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফেও কিছু বাসের ব্যবস্থা হয়েছে। তাও ছাত্রছাত্রীদের হাতে সময় নিয়েই বাড়ি থেকে বেরনোর পরামর্শ দিয়েছে
. পরীক্ষা শুরুর অন্তত আধ ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছতেই হবে। তা না হলে সমস্যা হতে পারে। এবার কিন্তু নিরাপত্তা সংক্রান্ত চেকিংয়ের আগে সব ছাত্রছাত্রীর শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা করা হয়েছে। যাদের জ্বর থাকবে, তাদের আলাদা ঘরে বসে পরীক্ষা দিতে হবে।
. বড়ো বোতামওয়ালা জামা বা কুর্তা পরা যাবে না অন্যান্য বছরের মতোই। মোবাইল ফোন, ক্যালকুলেটর, রিস্ট ওয়াচ নিয়ে প্রবেশ নিষেধ। সঙ্গে যেন কোনও হাতে লেখা বা ছাপার অক্ষর লেখা কাগজ না থাকে।
. অ্যাডমিট কার্ড, সচিত্র পরিচয়পত্র নিতে যেন ভুল না হয়। অ্যাডমিট কার্ডের বার কোড স্ক্যান করে তবেই পরীক্ষার হলে ঢোকার অনুমতি মিলবে।
. নিজের জলের বোতল নিজেকে নিয়ে যেতে হবে, অন্য কারও সঙ্গে শেয়ার করা নিষিদ্ধ।
. কোভিড বিধি মেনে চলা ও যথাযথ স্যানিটাইজেশনের ব্যবস্থা করা সমস্ত সেন্টারের দায়িত্ব।