দেখতে দেখতে আগস্ট মাস এসে গেল! তার মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। গেল বারের পুজোয় একেবারেই আমোদ-আহ্লাদ হয়নি, এবার কী হবে? এই প্রশ্নেই দ্বিধায় আছে জনসাধারণ ও সরকার।
এ কথা অস্বীকার করার কোনও জায়গা নেই যে অক্টোবরে তৃতীয় ওয়েভ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা আছে। অন্তত এর আগেরবার সংক্রমণ একবার কমার পরে যে হারে বাড়তে আরম্ভ করেছিল, সেই পরিসংখ্যানের দিকে তাকালে বোঝাই যাচ্ছে যে পুজো-দীপাবলির সময়টা হয়তো খুব নিশ্চিন্তে কাটবে না।
কিন্তু আপাতত যেহেতু সংক্রমণের রেখচিত্র নিম্নগামী, তাই মোটামুটি সব রাজ্যেই ধীরে ধীরে রেস্ট্রিকশন তুলে নেওয়া হচ্ছে, কিন্তু এটাও ঠিক যে একবার মেলামেশা শুরু হলেই ফের সংক্রমণ বাড়তে আরম্ভ করবে। সেটা ঠেকাতেই কয়েকটি রাজ্যকে বিশেষ নিয়ম মেনে চলার অনুরোধ করে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। বলা হয়েছে, উৎসবের মরশুম শুরুর আগে থেকেই যথাযথ ব্যবস্থা নিতে হবে, তাতে সংক্রমণ নিয়ন্ত্রণ করা সহজ হবে।
কোন পাঁচ মন্ত্রকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে?
. টেস্ট – লক্ষণ দেখা দিলেই পরীক্ষা করতে হবে রোগীকে।
. ট্র্যাক – তিনি কোথায় গিয়েছেন, কাদের সংস্পর্শে এসেছেন ইত্যাদি জানতে হবে। তাঁর থেকে আর কার কার সংক্রমিত হওয়ার আশঙ্কা আছে, তা খুঁজে বের করতে হবে।
. ট্রিটমেন্ট – সমস্ত আক্রান্তের চিকিৎসায় সমান যত্নশীল হতে হবে। কোভিড প্রটোকল ভাঙলে চলবে না। আক্রান্তদের ইচ্ছেমতো ওষুধ খাওয়ায় বিধিনিষেধ আরোপ করতে হবে। চিকিৎসা চলবে কোয়ারেন্টাইন মেনে। বাড়িতে সব সদস্যের আইসোলেশনে থাকা সম্ভব না হলে তাঁদের সেফ হোমে নিয়ে যেতে হবে।
. ভ্যাকসিনেশন – টিকাকরণের কাজ সেরে ফেলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। টিকা নেওয়া থাকলে যে রোগ খুব সিরিয়াস অবস্থায় পৌঁছচ্ছে না, তা বারবার প্রমাণ হয়েছে। কোন টিকা ভালো, লেটেস্ট স্টাডি কী বলছে অত না ভেবে যত দ্রুত সম্ভব টিকা নিয়ে ফেলুন।
. কোভিড বিধি – কোভিড বিধি মানতেই হবে – তা ছাড়া আর কোনও উপায় নেই। যে রাজ্য যত সফলভাবে এই মন্ত্র জপ করতে পারবে, সেখানকার বাসিন্দারা তত নিরাপদ থাকবেন।
সেই সঙ্গে বলা হয়েছে, সংক্রমণ কমলে নিশ্চিন্ত হয়ে হাল ছেড়ে দিলে চলবে না। খুব সতর্ক থাকতে হবে। কোনও ছোটো ক্লাস্টারে রোগ ছড়াচ্ছে কিনা – সেদিকে লক্ষ রাখা দরকার। স্থানীয়ভাবে সংক্রমণ ঠেকাতে কনটেনমেন্ট জোন তৈরি করার নিয়ম লাগু থাকবে ৩১ আগস্ট পর্যন্ত। পাশাপাশি আইসিএমআর-এর পরামর্শ অনুযায়ী সেরো পরীক্ষাও চলবে।
তৃতীয় ওয়েভের জন্য সব রাজ্যগুলিকে প্রস্তুত থাকার অনুরোধ করা হয়েছে কেন্দ্রের তরফে। তাতে এড়ানো যাবে শেষ মুহূর্তের দৌড়াদৌড়ি।