নতুন কোভিড বিধি ঘোষিত হয়েছে সরকারের তরফে। না, এবারেও বিধিনিষেধ পুরোপুরি ওঠেনি। লোকাল ট্রেন এখনও চালু করার অনুমতি দেওয়া হয়নি, কোথাও কোনও জমায়েতের সুযোগও নেই। স্কুল, কলেজ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধই থাকবে। খুলছে না সিনেমা হল, স্পা, সুইমিং পুল। তবে অন্য কয়েকটি ক্ষেত্রে দেওয়া হয়েছে বিশেষ ছাড়।
. সকাল ৬টা-৯টা পর্যন্ত মর্নিং ওয়াকের জন্য পার্ক খোলা থাকবে, ভ্যাকসিনেশনের কাগজ নিয়ে যেতে পারেন।
. বাজার খোলা থাকবে সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত।
. পাবলিক বাস চলবে, তবে ৫০ শতাংশ যাত্রী পরিবহনের অনুমতি দেওয়া হয়েছে। ড্রাইভার, কন্ডাকটর, সহকারীদের ভ্যাকসিনেশন মাস্ট। রোজ গাড়ি স্যানিটাইজ করতে হবে। সমস্ত যাত্রী ও কর্মীর মাস্ক পরা বাধ্যতামূলক।
. অটো, ট্যাক্সিতেও আগে যতজনকে নেওয়া হত, এখন তার ৫০% যাত্রী নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
. প্রাইভেট ও কর্পোরেট অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বেলা ৪টে পর্যন্ত। আসতে পারবেন ৫০% কর্মী।
. চলবে স্টাফ স্পেশাল ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য বিশেষ ট্রেন ও মেট্রো। তার সংখ্যাও বাড়ানো হয়েছে।
. রেস্টুরেন্ট, বার, হোটেল, শপিং মল খোলা থাকবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। মল আর মার্কেট কমপ্লেক্সের খুচরো বিক্রির দোকানে ২৫% কর্মচারী ও ক্রেতার ৩০% হাজির থাকবেন কোনও নির্দিষ্ট সময়ে। বেশি ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
. কর্মীদের ভ্যাকসিনেশন হয়ে গেলে খোলা যাবে সালোন আর বিউটি পার্লার। তবে ক্রেতার ৫০% প্রবেশাধিকার পাবেন কোনও নির্দিষ্ট সময়ে। খোলা থাকবে সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত।
. ১ জুলাই থেকে বিয়েবাড়িতে হাজির থাকতে পারবেন ৫০ জন। শ্রাদ্ধের কাজ হবে সর্বোচ্চ ২০ জনকে নিয়ে।
. খোলা যাবে জিম – সকাল ৬টা থেকে ১০টা ও বিকেল ৪টে থেকে ৬টা স্লটে। তবে স্টাফেদের ভ্যাকসিনেশন হতে হবে এবং যথাযথভাবে স্যানিটাইজ করা আবশ্যক। টোটাল ক্যাপাসিটির ৫০% মেম্বার হাজির থাকতে পারবেন কোনও নির্দিষ্ট সময়ে। সোশাল ডিসট্যান্স বজায় রাখতে হবে। মেম্বারদের ভ্যাকসিনেশন পূর্ণ হয়েছে কিনা দেখে নিতে হবে।
. কলকারখানা খোলা যাবে ৫০% স্টাফ নিয়ে।
. শুটিং ও গানের রেকর্ডিংয়ের ক্ষেত্রে বিশেষ নিয়ম জারি করা হয়েছে, তা মানতে হবে।
. দর্শকহীন স্টেডিয়ামে খেলা শুরু করা যাবে।
. সমস্ত জরুরি পরিষেবা চালু থাকবে আগের মতোই।