সেকেন্ড ওয়েভের কোভিড সংক্রমণ শহরের দিকে খানিক কমলেও প্রশাসন আর স্বাস্থ্য দফতরকে চিন্তায় রাখছে গ্রাম ও জেলা শহরে তার বাড়বাড়ন্ত। গ্রামের দিকে রোগ একবার ছড়াতে আরম্ভ করলে কিন্তু সমস্যা বাড়বে – কারণ সেখানে স্বাস্থ্য পরিষবার হাল আরও খারাপ। তাই সরকারের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে রোগের প্রকোপ কমাতে।
এখনও মৃত্যুহার কমেনি, তাই রাজ্যে চলাফেরার উপর বিধিনিষেধ জারি রয়েছে। একটা ব্যাপারে বিশেষজ্ঞরা মোটামুটি একমত, তৃতীয় ঢেউয়ের ধাক্কা নির্বিষ করে তোলার জন্য সেকেন্ড ওয়েভের সংক্রমণের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। তাই শহরতলি আর জেলার উপরেই এবার পুরো ফোকাস।
. প্রশাসন কোনও নিয়মের নিগড়ে বেঁধে ফেলেনি সব জেলাকে, এলাকাভিত্তিক সংক্রমণের উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্তাদের। যদি মনে হয় কোনও এলাকায় সংক্রমণ বাড়ছে, তা হলে সেই এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হবে। কয়েকটি বাড়ি বা পাড়া নিয়ে মাইক্রো কনটেনমেন্ট জোনও তৈরি করা হতে পারে।
. যেহেতু এখন সংক্রমণের সংখ্যা অনেক কম, তাই টেস্টিং, ট্রেসিং আর ট্র্যাকিংয়ের মাধ্যমে ঠিক কীভাবে সংক্রমণ হচ্ছে, তা বোঝাটা সহজ হবে। প্রয়োজনে পুলিশ মোতায়েন করে ও ব্যারিকেড দিয়ে মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করতে হবে।
. যে সব এলাকায় সংক্রমণ বাড়ছে, সেখানকার বাজার বা দোকানপাট খোলা রাখার ক্ষেত্রেও কড়া নিয়ম বলবৎ করা হতে পারে। এমনিতেও এখন কোনও জমায়েত বা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হচ্ছে না কাউকেই – সংক্রমণ বাড়লে বাজারে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে ফের।
. কলকাতায় সংক্রমণ অনেকটা কমলেও উত্তর ২৪ পরগনায় হার বেশ বেশি, তার পরেই আসবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা। পশ্চিম মেদিনীপুর ও হাওড়াতেও গড়ে ২৫০ জন করে আক্রান্ত হচ্ছেন রোজ। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর, বারুইপুর, মহেশতলার কিছু অংশে কনটেনমেন্ট জোন গড়া হয়েছে। হুগলি ও হাওড়াতেও বেশ কিছু কনটেনমেন্ট জোন আছে।
.পাশাপাশি জোর কদমে চলছে টিকাকরণের কাজ। বিধিনিষেধ, মানুষের নিজের সতর্কতা আর প্রতিষেধক একসঙ্গে ব্যবহার করলেই তৃতীয় ঢেউয়ের মারণ আক্রমণের ধার অনেকটাই কমিয়ে দেওয়া যাবে, এমনটাই মনে করছেন প্রশাসনের শীর্ষকর্তারা।
. কোনও কোনও মহলের অনুমান, মানুষ সতর্ক না হলে আগামী মাসখানেকের মধ্যে ফের মহারাষ্ট্রে সংক্রমণ বাড়তে আরম্ভ করবে। তার রেশ পশ্চিমবঙ্গে এসে পৌঁছতে আরও কিছুদিন সময় লাগবে – সেই ফাঁদে পড়তে না চাইলে আপনাকে আজ থেকেই সতর্ক হতে হবে।