পেটিএম নিয়ে যাবতীয় সংশয়ের আপাতত অবসান। গুগলের জুয়া সংক্রান্ত নীতি লঙ্ঘনের অভিযোগে প্লে স্টোর থেকে পেটিএম অ্যাপটি সরিয়ে নিয়েছিল গুগল। তবে কয়েক ঘণ্টার মধ্যেই বিতর্কের অবসান ঘটিয়ে প্লে স্টোরে ফিরে এল জনপ্রিয় এই পেমেন্ট অ্যাপটি।
ভারতে কয়েক মিলিয়ন ইউজারের ফোনে ডাউনলোড করা আছে পেটিএম। ২০১৬ সালে ডিমনিটাইজেশনের সময় পেটিএমের ব্যবহার আর জনপ্রিয়তা অনেক বেড়ে গিয়েছিল। পরিবহন থেকে মুদির দোকান, সর্বত্রই অর্থনৈতিক আদানপ্রদানের মাধ্যম হয়ে উঠেছিল পেটিএম পেমেন্ট অ্যাপ। এত জনপ্রিয় একটা অ্যাপ কেন হঠাৎ প্লে স্টোর থেকে মুছে দিয়েছিল গুগল? সরাসরি কোনও উত্তর না দিলেও একটি ব্লগে গুগল জানিয়েছে জুয়া খেলায় কোনওরকম প্রশ্রয় দেবে না সংস্থা।
পেটিএমের সদ্য লঞ্চ করা পেটিএম ক্রিকেট লিগ নিয়েই যাবতীয় সমস্যার সূত্রপাত। ভারতের ক্রিকেটপ্রেমী মানুষদের আকৃষ্ট করার উদ্দেশে এই ফিচারটি লঞ্চ করেছিল পেটিএম যা থেকে প্লেয়ার স্টিকার বিনিময়ের মাধ্যমে আসল ক্যাশ ব্যাক পাওয়ার সুযোগ ছিল। সত্যিকারের টাকা এসে পড়ায় গুগল ব্যাপারটাকে জুয়া হিসেবেই গণ্য করেছিল। স্পোর্টস বেটিং, ক্যাসিনো বা অন্য কোনও জুয়া সংক্রান্ত অ্যাপ গুগলের নীতিবিরোধী হওয়ায় পত্রপাঠ প্লে স্টোর থেকে পেটিএমকে সরিয়েও দেয়। এমনকী অ্যাপ ব্যবহারকারীদের সুরক্ষার কথা ভেবে অ্যাপের মাধ্যমে অন্য ওয়েবসাইটে গিয়ে টাকা দিয়ে টুর্নামেন্টে অংশ নেওয়া ও টাকা জেতাকেও নিজেদের নীতির বিরোধী বলেই মনে করে গুগল।
হঠাৎ প্লে স্টোর থেকে পেটিএম উধাও হয়ে যাওয়ায় অসংখ্য মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে সবাইকে আশ্বস্ত করে পেটিএম জানিয়েছিল, শিগগিরই প্লে স্টোরে ফিরে আসবে অ্যাপটি। সেই সঙ্গে তারা এও জানায়, ইউজারদের অ্যাকাউন্ট ব্যাল্যান্স আর তথ্য সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। শেষে গুগলের নীতি মেনে পেটিএম ক্রিকেট লিগ থেকে ক্যাশব্যাকের বিষয়টি সরিয়ে নেয় সংস্থা।
পলিসি মেনে নেওয়ায় প্লে স্টোরে পেটিএমকে ফিরিয়ে এনেছে গুগল। পেটিএমের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সে কথা জানানো হয়েছে।