• Authors
  • Disclaimer
  • Copyright Policy
  • Privacy Policy
  • Grievance Redressal
  • Contact Us
  • আমাদের সম্পর্কে
উড়ান
Advertisement
  • প্রচ্ছদ
  • সময়
  • উন্নতির উপায়
  • ঘরোয়া টুকটাক
  • তারার আলো
  • রান্নাঘর
  • সাজঘর
  • সুখের চাবি
  • স্টাইলফাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সময়
  • উন্নতির উপায়
  • ঘরোয়া টুকটাক
  • তারার আলো
  • রান্নাঘর
  • সাজঘর
  • সুখের চাবি
  • স্টাইলফাইল
No Result
View All Result
উড়ান

অহেতুক হর্ন বাজানো রুখতে কড়া পদক্ষেপ – ধরা পড়লে কী সাজা হতে পারে জানেন?

ট্র্যাফিক পুলিশের সাম্প্রতিক অভিজ্ঞতা বলছে, ইদানীং গাড়ির হর্ন বাজানো বেড়ে গিয়েছে অনেক। কেন? অতিমারির স্ট্রেস কি মানুষের স্বভাব বদলে দিচ্ছে?

উড়ান ওয়েব ডেস্ক by উড়ান ওয়েব ডেস্ক
August 6, 2021
in সময়
honking
Share on Facebook

কলকাতা পুলিশের হিসেব বলছে, গত ১২-১৩ দিনে রাস্তায় অহেতুক হর্ন বাজানোর অপরাধে জরিমানা করা হয়েছে হাজার তিনেকের কাছাকাছি ড্রাইভারকে! নিয়ম লঙ্ঘনের দৈনিক সংখ্যা অন্ততপক্ষে ২০০। লকডাউন ইত্যাদি লাগু হওয়ার আগে যখন স্বাভাবিক গাড়িঘোড়া চলত, তখনও দিনে গোটা ৪০-এর বেশি অভিযোগ জমা পড়ত না পুলিশের কাছে।

সবচেয়ে বেশি আইন অমান্যের ঘটনা রিপোর্ট করেছে শিয়ালদহ ট্র্যাফিক গার্ড। অথচ এই অঞ্চলের অনেকটাই মোটর ভেহিক্যালস অ্যাক্ট অনুযায়ী ‘সাইলেন্স জোন’-এর মধ্যে পড়ে। কোনও হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্ট, ধর্মস্থানের ১০০ মিটারের মধ্যে হর্ন বাজানো যায় না, যদি না একান্ত আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়।

শিয়ালদহ ট্র্যাফিক গার্ডের আওতায় আছে কলকাতা মেডিক্যাল কলেজের একাংশ, এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বিআর সিং হাসপাতাল, আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতাল, কলকাতা ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, অজস্র স্কুল ও কলেজ, শিয়ালদহ কোর্ট ও একাধিক ধর্মস্থান।

ট্র্যাফিক গার্ডের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাস্তায় এখন গাড়ি খুব বেশি নেই। তা সত্ত্বেও বেড়েছে অহেতুক হর্ন বাজানোর প্রবণতা। গাড়ি চলাচল মোটামুটি স্বাভাবিকের দিকে যাওয়ার পর দেখা যাচ্ছে ড্রাইভারকে নিয়মকানুন ভুলতে বসেছেন — হাসপাতালের সামনেও তারস্বরে হর্ন বাজানো হচ্ছে নির্দ্বিধায়। তাই ট্র্যাফিক পুলিশকেও বাধ্য হয়ে কঠোরভাবে বিধি প্রয়োগে উদ্যোগী হতে হয়েছে।

এবার একটা জরুরি বিষয় জেনে রাখুন। গাড়ি চালাতে গিয়ে অহেতুক যাঁরা হর্ন বাজান, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তাঁরা মানসিক চাপের শিকার। অল্প সমস্যাতেই তাঁরা মাথা গরম করে ফেলেন, ফলে অ্যাক্সিডেন্টের আশঙ্কা বাড়ে। অতিমারি, উপর্যুপরি লকডাউনের চাপ, চরম অনিশ্চয়তার আবহে মানুষের স্ট্রেস অনেকটাই বেড়েছে, সম্ভবত তারই বহিঃপ্রকাশ ঘটছে রাস্তাতেও।


আর একটা বিষয় আছে — বহু মানুষ সাইকেল চালিয়ে যাতায়াত করছেন, সদ্য লাইসেন্স পেয়েই স্কুটি বা বাইক চালাচ্ছেন অনেকে। আর সেই নব্য শিক্ষিত চালক ও ত্রস্ত পথচারীদের সামলে গাড়ি চালাতে সত্যিই অসুবিধে হচ্ছে হয়তো! কারণ যাই হোক, নিয়ম কিন্তু মানতেই হবে।

. অহেতুক গাড়ির হর্ন বাজালে বাড়ে শব্দদূষণ। তার থেকে ক্ষতিগ্রস্ত হয় শ্রবণযন্ত্র। আর সবচাইতে বড়ো সমস্যা হল, ড্রাইভার নিজে অনেক সময়েই বোঝেন না সমস্যাটা কোথায় হচ্ছে। তাই যিনি গাড়ি চালাচ্ছেন না, তিনি সতর্ক থাকুন, অন্তত সাইলেন্স জোনে যেন হর্ন না বাজানো হয় সেটা দেখতে হবে।

. হর্ন বাজানো নিয়ে কিন্তু রাস্তায় অন্য গাড়িচালকের সঙ্গে ঝগড়াও বেধে যেতে পারে। তাই মাথা ঠান্ডা রাখাটা খুব জরুরি।

. যাঁরা বাইকে শখ করে মডিফায়েড সাইলেন্সার লাগিয়েছেন এবং কার্যক্ষেত্রে পিলে চমকে দেওয়ার মতো আওয়াজ বের হয় – তাঁরা সতর্ক থাকবেন। কলকাতা পুলিশের সার্জেন্টের হাতে ধরা পড়লে কিন্তু ২০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত ফাইন দিতে হতে পারে!

. ইলেকট্রনিক মাল্টিসাউন্ড হর্ন আর এয়ারহর্ন কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে। পুলিশ ধরলে বিস্তর ক্ষতিযোগ আছে।

No Result
View All Result

Recent Posts

  • স্প্যাম কল আর মেসেজের ধাক্কায় জীবন জেরবার? খুব সহজেই এগুলি ঠেকানো সম্ভব!
  • দুর্দান্ত স্বাদু ও সহজ ফ্রায়েড রাইসের রেসিপি
  • নিজের ভুলটা স্বীকার করা খুব জরুরি – কেন জানেন?
  • এই গ্রীষ্মে আপনাকে শীতল রাখতে পারে এমন একটি কোল্ড কফির রেসিপি
  • বাড়ছে হোয়াটসঅ্যাপ হ্যাকিং ও প্রতারণা – কীভাবে তার থেকে সুরক্ষিত থাকবেন?

নিজের চারপাশের ছোট্টো দুনিয়ার বাইরেও যে এক বিরাট পৃথিবী আছে, তার খোঁজ পেতে স্বপ্নের ডানায় ভর করে উড়ান দিলাম আমরা। কেবল বেঁচে থাকার রসদে মানুষের শারীরিক প্রয়োজন মেটে, কিন্তু মন সমৃদ্ধ হয় বাঁধাধরা গণ্ডির বাইরে বেরোতে পারলে তবেই। আমাদের হাত ধরলে সে কাজটাই অনেক সহজ হয়ে আসবে। সংসার সামলেও সুস্থ থাকার চাবিকাঠি থেকে আরম্ভ করে সন্তানের লেখাপড়া, সেলেবদের খবরাখবর, গ্যাজেট, ফ্যাশন বা খেলার জগতের খুঁটিনাটি – সব থাকছে এই ঠিকানায়। আপনি নারী হোন বা পুরুষ, পেটুক হোন বা পড়ুয়া – পছন্দের বিষয়ে দুনিয়ার কোথায় কী হচ্ছে তার খোঁজ পাবেন প্রতিদিন। জীবনের এমন এক সন্ধিক্ষণে আজ আমরা এসে দাঁড়িয়েছি, যেখানে পছন্দ হোক বা না হোক সবাইকেই ঘরমুখো হতে হয়েছে, কিন্তু তা যেন মনের আকাশের বিস্তার না কমায় সেটা তো সুনিশ্চিত করতে হবে, তাই না? সেই অপার সম্ভাবনার উদ্দেশেই যাত্রা শুরু করল ‘উড়ান’!

Categories

  • Uncategorized
  • উন্নতির উপায়
  • ঘরোয়া টুকটাক
  • টপ স্টোরি
  • তারার আলো
  • প্রচ্ছদ
  • রান্নাঘর
  • সময়
  • সাজঘর
  • সুখের চাবি
  • স্টাইলফাইল
  • Authors
  • Contact Us
  • Copyright Policy
  • Disclaimer
  • Privacy Policy
  • আমাদের সম্পর্কে
  • উড়ান : স্বপ্ন ছোঁয়ার ডানা – Udaan Bangla Magazine

© 2020 Created and Maintained by Ezen Software & Technology Pvt Ltd

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সময়
  • উন্নতির উপায়
  • ঘরোয়া টুকটাক
  • তারার আলো
  • রান্নাঘর
  • সাজঘর
  • সুখের চাবি
  • স্টাইলফাইল

© 2020 Created and Maintained by Ezen Software & Technology Pvt Ltd