কোভিডের তৃতীয় ঢেউ শুরুর আগে শিশু-কিশোরদের ভ্যাকসিনেশনের কাজ শুরু করা কি সম্ভব? এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে আশার আলো দেখা যাচ্ছে। কোভ্যাক্সিন আর জাইডাস-ক্যাডিলা টিকার ট্রায়াল শুরু হয়ে গিয়েছে, ফলাফল এখনও পর্যন্ত খুবই আশাব্যঞ্জক।
ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান ডা. এন কে আরোরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে জাইডাসের টিকাকে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন (EUA) দিয়ে দেওয়া হবে।
তার ফলে সেপ্টেম্বর থেকে ১২-১৮ বছরের কমবয়সিদের টিকাকরণ শুরু করা যেতে পারে। আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যে যদি কোভ্যাক্সিন ট্রায়ালের রিপোর্ট হাতে চলে আসে, তা হলে ২-১৮ বছর বয়সিদের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে আনা যাবে টিকাকরণের আওতায়।
বাচ্চাদের টিকাকরণের কাজ খুব দ্রুততার সঙ্গে শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারেরও। তার কারণ, টিকা হয়ে গেলে স্কুলের উঁচু ক্লাসের পরীক্ষা শুরু করা যাবে। তা হলে ক্লাস ১০-১২-এর পরীক্ষা নিয়ে যে বিরাট জট তৈরি হয়েছে, তার অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।
তা ছাড়া টিকাকরণ শুরু করা গেলে বাচ্চাদের স্কুলও খোলা যাবে। সারা দেশে বিশেষ করে সরকারি শিক্ষার আওতায় থাকা প্রচুর দরিদ্র বাচ্চা স্কুলছুট হচ্ছে, অনলাইন শিক্ষার আওতার বাইরেই রয়েছে দেশের বেশিরভাগ ছাত্রছাত্রী, তাদের অবস্থাও সঙ্গিন। তাই সরকার যত দ্রুত সম্ভব স্বাভাবিকতার দিকে ফিরতে আগ্রহী।
জাইডাস ক্যাডিলার তৈরি ভ্যাকসিন, যার পোশাকি নাম জাইকোভ-ডি, ক্লিনিকাল ট্রায়ালের প্রথম ও দ্বিতীয় ফেজে খুব আশাব্যঞ্জক ফল দেখিয়েছে। সুবিধের ব্যাপারটা হচ্ছে যে এই ভ্যাকসিন ২-২৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় কার্যকর থাকে। তাই ট্রান্সপোর্টেশন আর স্টোরেজের জন্য বাড়তি কোনও পরিকাঠামো তৈরি করার প্রয়োজনও পড়বে না, ভ্যাকসিন নিয়ে খুব সহজেই দেশের যে কোনও প্রান্তে পৌঁছে যাওয়া সম্ভব হবে।
যে প্রযুক্তিতে এই ভ্যাকসিন তৈরি হয়েছে, সেই প্লাসমিড ডিএনএ টেকনোলজি ভাইরাসের নানা মিউটেশনের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলতেও পারবে। তাতে আগামী দিনেও ভাইরাসের কার্যকারিতা বহাল থাকবে।
কেন্দ্রীয় মন্ত্রিসভায় সাম্প্রতিক রদবদলের পর স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব পেয়েছেন মনসুখ মান্ডবিয়া। তাঁর তত্ত্বাবধানে বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্যপরিকাঠামোকে ঢেলে সাজানো হচ্ছে। দেশের ৭৩৬টি জেলায় শিশুদের জন্য গড়ে তোলা হচ্ছে বিশেষ পেডিয়াট্রিক ইউনিট। চালু হয়ে গেলে সেখান থেকে টিকাকরণের কাজও হবে।