ভ্যাকসিনেশন ড্রাইভ সারা দুনিয়া জুড়ে চলছে এবং কোভিডের বিরুদ্ধে আপাতত এটাই আমাদের সেরা হাতিয়ার হয়ে উঠতে পারে। যেহেতু বহু মানুষকে টিকার আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে, তাই ভ্যাকসিনে মাঝে-মধ্যেই টান ধরছে। তবে তা নিয়ে ঘাবড়াবেন না, কিছুদিনের মধ্যেই আকাল মিটবে কারণ সব কোম্পানিই প্রোডাকশন বাড়ানোর চেষ্টা করছে।
কিন্তু ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড এফেক্ট নিয়ে চিন্তায় আছেন বহু মানুষ। অনেকের আশঙ্কা, এর ফলে তাঁদের কোভিড হতে পারে। কেউ কেউ জ্বর আসতে পারে ভেবে আতঙ্কিত। কেউ ভাবছেন যদি অ্যালার্জিক রি-অ্যাকশন হয়, তা হলে কী হবে?
ভ্যাকসিন শরীরে প্রবেশ করার পর আধ ঘণ্টা আপনাকে সেন্টারেই বসে থাকতে বলা হবে। যাঁদের নানারকম অ্যালার্জির সমস্যা আছে, তাঁদের অ্যান্টি-অ্যালার্জিক দেওয়া হতে পারে। বাকি যেটুকু সমস্যা হয়, সেই গা-হাত পায়ে ব্যথা বা জ্বর আসা – সেটা সেরে যাওয়ার কথা প্যারাসিটামলে।
দিন তিনেকের মধ্যেও যদি আপনি সুস্থ বোধ না করেন, তা হলে কিন্তু ডাক্তারের কাছে যাওয়া দরকার, তাঁরা দরকারমতো ব্যবস্থা নেবেন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে যে গত ডিসেম্বরে টিকাকরণ শুরু হওয়ার পর থেকে কিছু সিরিয়াস সাইড এফেক্টের খবর এলেও তার সংখ্যা একেবারেই নগণ্য।
ডাক্তাররা বার বার আশ্বস্ত করে বলছেন যে, জ্বর, গা-হাতে ব্যথা, হালকা ডায়েরিয়া, গা বমিভাবের মতো যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সাধারণত দেখা যাচ্ছে, তা একেবারেই স্বাভাবিক। আপনার শরীর ভাইরাসকে চিনছে, তার সঙ্গে লড়ার প্রস্তুতি নিচ্ছে – তার মানে প্রতিরোধক্ষমতা কাজ করছে ঠিকঠাক। এগুলো নিয়ে বেশি ভাবার দরকার নেই।
যাঁদের সাইড এফেক্ট হচ্ছে না, তাঁরাও নিশ্চিন্ত থাকুন। ভ্যাকসিন কাজ করছে নিজের নিয়মেই, জ্বর বা ব্যথা ছাড়াও তা আপনাকে সুরক্ষা জোগাবে। ডাক্তাররা এক বাক্যে ম্যানে নিচ্ছেন যে দু’টি ডোজ ভ্যাকসিন নেওয়ার পরে যাঁরা কোভিডে আক্রান্ত হচ্ছেন, তাঁদের সমস্যা নিয়ন্ত্রণের মধ্যেই থাকছে। বেশিরভাগ ক্ষেত্রে এঁদের হাসপাতালে ভর্তি করতেও হচ্ছে না।
ভ্যাকসিন নেওয়ার আগের রাতে পর্যাপ্ত ঘুম দরকার। তাই হালকা খাবার খেতে হবে। টিকা নেওয়ার আগেও স্বাভাবিক খাবার খাওয়া উচিত। অনেকের ইনজেকশন নেওয়ার পর জ্বর বা বমিভাব হলে খাবার ইচ্ছে থাকবে না – সেটা এক রাতের জন্য হতেই পারে। তবে টিকা নেওয়ার সময় ব্লাড সুগার লেভেল কম থাকলে চলবে না একেবারেই। আর জল খাওয়া উচিত ভালো করে – ডিহাইড্রেশন থেকে নানা সমস্যা হতে পারে।