ভিয়েতনাম দক্ষিণ-পূর্ব এশিয়ার এমন একটি দেশ যেখানে একেবারে শুরু থেকেই কোভিড বিশেষ দাঁত ফুটিয়ে উঠতে পারেনি। কড়া নিয়মকানুন লাগু করা হয়েছিল গত বছর থেকেই, নাগরিকরা তা মেনে চলতেও আগ্রহ দেখিয়েছিলেন, ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে ছিল।
এ বছর এপ্রিলের শেষ দিক থেকে ভিয়েতনামের কয়েকটি এলাকায় হু হু করে সংক্রমণ বাড়ছে – সবগুলিই মূলত ব্যবসায়িক কেন্দ্র – শ্রমিকদের ভিড়ে ঠাসা। সংক্রমণ সেখানে অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়েছে, বহু ফ্যাক্টরিতে এক চতুর্থাংশ শ্রমিক আক্রান্ত হয়েছেন। ভিয়েতনামে ভ্যাকসিনেশনের কাজও অবশ্য তেমন এগোয়নি – মাত্র ১ শতাংশ জনতা টিকা নিয়েছেন।
সেখানকার স্বাস্থ্যমন্ত্রক ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের কাজ সেরে ফেলেছে এর মধ্যে। ২০২১-এর গোড়ায় ব্রিটেনে হু হু করে ছড়িয়েছিল ব্রিটেন স্ট্রেনের ভাইরাস। তার পর বিশ্বের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় অতি সংক্রামক ভারতীয় স্ট্রেন। ভিয়েতনাম ভ্যারিয়ান্ট ভারত আর ব্রিটেন স্ট্রেনের মিশ্রণে গড়ে উঠেছে – তার সংক্রমণ ক্ষমতাও অত্যন্ত বেশি।
দেখা গিয়েছে যে নাক বা মুখ দিয়ে শরীরে প্রবেশ করার পর গলার কাছেই অতি দ্রুত বংশবিস্তার করছে ভিয়েতনাম স্ট্রেনের ভাইরাস। তার আশপাশের অঞ্চলে তা ছড়িয়ে পড়ছে খুব তাড়াতাড়ি – সুস্থ মানুষের শরীর অল্প সময়ের মধ্যেই ঘায়েল হয়ে পড়ছে জীবাণুর অতর্কিত আক্রমণে।
বংশবিস্তার করে টিকে থাকার জন্য বেশিরভাগ ভাইরাসই কিছু কিছু জেনেটিক পরিবর্তন ঘটায়, তার ফলেই নানা স্ট্রেন সৃষ্টি হয়। ব্রিটেন আর ভারতীয় স্ট্রেন ছাড়া ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা স্ট্রেনের দ্রুত ছড়িয়ে পড়া নিয়ে মাথাব্যথা তৈরি হয়েছিল কিছুদিন আগে। ভ্যাকসিনেশনে যত দেরি হবে, তত বাড়বে নতুন নতুন ভ্যারিয়ান্ট তৈরির আশঙ্কাও। ভিয়েতনাম যেহেতু সেদিক থেকে অনেকটাই পিছিয়ে আছে, তাই ভুরুতে চিন্তার ভাঁজ পড়েছে অনেকেরই।
ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁরা খুব শিগগিরই বৃহত্তর গবেষণার স্বার্থে সমস্ত জেনোম ডেটা প্রকাশ করবেন। তবে ল্যাবরেটরিতে যেটুকু পরীক্ষা হয়েছে এখনও, তাতে একটা কথা পরিষ্কার – এই ভ্যারিয়ান্ট অকল্পনীয় দ্রুত গতিতে বংশবিস্তার করতে পারে। তাই গোটা দেশে তা ছড়িয়েও পড়ছে হাওয়ার বেগে।
প্রসঙ্গত, পাকিস্তান ভারতের সঙ্গে বর্ডার সিল করে দেওয়ার পরেও সেখানে কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়েছে ভারতীয় ও দক্ষিণ আফ্রিকা স্ট্রেনের ভাইরাস। তাই টিকাকরণের গতি আরও না বাড়ালে প্রতিবেশী দেশগুলি থেকেও বিপদ আসতে পারে।