লাল রং নিয়ে সাধারণ মানুষের মধ্যে দু’ রকম মনোভাব আছে। একদল মনে করেন, ভিড়ের মাঝে নজর কাড়ার জন্য লালের বিকল্প নেই। অন্যদলের ধারণা, তাঁরা লালের মতো সাহসী রং ক্যারি করতে পারেন না। কোনটা ঠিক?
লাল এমন একটা রং যার মধ্যে অজস্র শেড আছে এবং ভারতীয় ও বাঙালি মেয়েদের গায়ের রঙের সঙ্গে তার বেশিরভাগটাই খুব ভালো মানায়। যদি মনে হয় যে আপনি একেবারে গাঢ় লাল পরে ঠিক স্বচ্ছন্দ নন, তা হলে অন্য নানা শেডের সঙ্গে তা মিলিয়ে মিশিয়ে পরতে পারেন। লাল শাড়ি বা পোশাকের সঙ্গে লাল অ্যাকসেসরিজ যেমন ক্যারি করা যায়, ঠিক তেমনই আবার রুপো বা সোনার গয়নাও দারুণ দেখতে লাগে!
যাঁদের গায়ের রং সাদাটে ফরসা, তাঁদের জন্য আদর্শ হচ্ছে আপেল, চেরি বা চুনির মতো লাল। স্কারলেট, বা একটু কালচে লালও এঁদের ভালো লাগে। গমের মতো কমপ্লেকশনেও স্কারলেটের মতো গাঢ় লাল খুব ভালো লাগে। যাঁরা শ্যামবর্ণা, তাঁরা বেছে নিন লালের সবচাইতে গাঢ় শেড। অরেঞ্জ বা বাদামি ঘেঁষা লাল রংও শ্যামাঙ্গীদের জন্য আদর্শ।
ছেলেদেরও লাল পোশাকে সুন্দর দেখায় – যাঁরা নজর কাড়তে চান, তাঁরা নীল জিনসের সঙ্গে লাল টি-শার্ট বা পুলওভার আর একই শেডের লোফার পরে দেখুন কী হয়! লাল জিনস বা কর্ডের প্যান্টও কিন্তু দেখতে মন্দ লাগে না – বিশেষ করে যাঁরা পোশাক নিয়ে নানা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন, তাঁদের জন্য এমন ছকভাঙা সাজ আদর্শ!
. লালের নানা শেড একসঙ্গে পরুন। যদি আপনার শরীর একটু ভারীর দিকে হয়, তা হলে কালো বা ব্রাউনের মতো গাঢ় শেডের প্যান্ট বা স্কার্ট পরতে পারেন নিচে।
. অ্যাকসেসরিজে থাক লালের ছোঁয়া। আপনার স্টকে কোনও ভালো লাল পোশাক নেই? ব্যাগ, বেল্ট, জুতো, ঘড়ি, শার্টের বাটনহোল বা চুলের অ্যাকসেসরিতে লাল ব্যবহার করুন, আর সঙ্গে পরুন নিউট্রাল রঙের পোশাক।
. লালের সঙ্গে সাদা, কালো, হলুদ, গোলাপি, মেটালিক সিলভার ও গোল্ড টোনের কম্বিনেশন খুব ভালো দেখায়। সলিড লাল পরার আত্মবিশ্বাস না থাকলে তেমন কিছু ট্রাই করুন।
. যেহেতু শীত এখনও পুরোপুরি যায়নি, তাই লাল স্কার্ফ/ শাল বা মাফলার আপনার লুকে অন্য মাত্রা যোগ করতে পারে। গ্রে বা কালো পোশাকের সঙ্গে এমন কিছু ট্রাই করে দেখতেই পারেন!
. লাল পাথরের গয়নাও কিন্তু নজরকাড়া হয়ে উঠতে পারে ভিড়ের মাঝে। চমৎকার কস্টিউম জুয়েলারিও পাওয়া যায় আজকাল – সময় থাকতে খুঁজে বের করে রাখুন।
. লাল লিপস্টিক, নেলপলিশ বা ছেলেদের ক্ষেত্রে সানগ্লাস হয়ে উঠতে পারে ট্রেন্ড সেটার – তেমন কিছু ট্রাই করে দেখবেন নাকি?