এবার পুজোয় কেনাকাটি না করলেও দিব্যি চলে যাবে, কারণ আমরা আপনাদের জন্য দারুণ কিছু প্ল্যান এনেছি! আমাদের সবারই আলমারি ভরা জামাকাপড় আছে। অনেক পোশাক তো বছরের পর বছর পরাই হয় না! স্টাইলিংয়ে সামান্য একটু অদলবদল করে নিলেই এক্কেবারে ব্র্যান্ড নিউ লুক তৈরি হয়ে যাবে!
শাড়ির ব্লাউজ নিয়ে দারুণ এক্সপেরিমেন্ট করা যায় সাধারণ ব্লাউজের সঙ্গে নয়, শাড়ি পরুন টি-শার্ট বা টপের সঙ্গে। ট্যাঙ্ক টপের সঙ্গেও পরা যায়। আজকাল অনেকে শর্ট কুর্তার সঙ্গেও শাড়ি পরেন, দারুণ দেখতে লাগে। বুট বা স্নিকার্সের সঙ্গেও শাড়ি পরলে দেখতে ভালো লাগে।
লং স্কার্ট দিয়ে নানা স্টাইল ট্রাই করতে পারেন
লং স্কার্ট অত্যন্ত ভার্সেটাইল পোশাক, টি শার্ট, টপ, ক্রপ টপের মতো নানা ধরনের ফ্যাশনেবল পোশাক দিয়ে ট্রাই করে দেখতে পারেন। দেখতে ভালো লেগে পূর্ব ভারতের র্যাপ অ্যারাউন্ড স্কার্টগুলিও।
জিনস নিয়ে এক্সপেরিমেন্ট করার মজাটাই আলাদা
একটু পুরোনো, তলার দিকটা ফেটে যাওয়া জিনস কাটিয়ে নিন পছন্দমতো দৈর্ঘ্যে, দারুণ স্মার্ট কিউলোট তৈরি হয়ে যাবে, দেখতেও খুব ভালো হবে।
পুরোনো শাড়ি দিয়ে বানিয়ে নিন ড্রেস
বাড়িতে দীর্ঘদিন কোনও শাড়ি পরে আছে, ব্যবহার হয় না? ভালো কোনও দরজিকে দিতে পারেন, সে কেটে আনারকলি বা কলিদার কুর্তা বানিয়ে দিতে পারবে নিশ্চিতভাবেই। অনেক সময় পুরোনো শাড়ির পাড় ভালো থাকে, সেটাকেও কেটে সুন্দর টপ বানাতে পারেন। আর অন্য শাড়িতে পাড় বসিয়ে নিলে তো কথাই নেই!
কিছু স্কার্ফ রাখুন হাতের কাছে
স্কার্ফ দিয়ে কিন্তু যে কোনও বোরিং লুককেও দারুণ আকর্ষক করে তোলা যায়। পুরোনো শাড়ির আঁচলের কোলের দিকটা দিয়ে ভালো স্কার্ফ বানিয়ে নেওয়া যায়।
শাড়ির ড্রেপিংয়ে নানা স্টাইল ট্রাই করা যায়
ইন ফ্যাক্ট, চওড়া বেল্ট দিয়ে শাড়ি পরলে দেখতে ভালো লাগে খুব। সামনে আঁচল দিয়ে পরতে পারেন, পারসি স্টাইলে শাড়ি পরলে ভালো দেখায়, বাঙালিদের মতো সাদাসিধে স্টাইলটাও খুব গ্ল্যামারাস। ব্যাগ আর জুতো দিয়ে নতুন লুক তৈরি করুন বুট পরুন শাড়ির সঙ্গে। স্নিকার্স পরুন। সায়ার বদলে স্ল্যাক্সের সঙ্গে শাড়ি প্রা যায়। কুর্তার সঙ্গে পরতে পারেন। সত্যি কথা বলতে কী, কল্পনার দৌড় যতদূর যেতে পারে, ততদূর টেনে নিয়ে যাওয়া যায় আপনার ফ্যাশন কোশেন্ট। তার জন্য নতুন পোশাক কেনার দরকার পড়ে না!
ফোটো: ইনস্টাগ্রাম