হিল জুতো পরলে দেখতে ভালো লাগে – একথা যেমন সত্যি, তেমনই এ কথাও ঠিক যে ফ্ল্যাট হচ্ছে প্রাণের আরাম, আত্মার শান্তি! পা ঢাকা ফ্ল্যাট জুতো বেশিরভাগ দেশি-বিদেশি পোশাকের সঙ্গে ভালো মানায়, তা ভালো রাখে পায়ের স্বাস্থ্য।
আমরা হাজির করলাম কয়েকটি বিশেষ স্টাইল – এর সঙ্গে যোগ করে নিন আপনার প্রিয় কোলাপুরি চপ্পলটিকেও।