. আজকাল স্টেটমেন্ট গয়না পরার যুগ, তাই লম্বা দুল পরলে সঙ্গে একগাদা হাবজি-গাবজি অলঙ্কার পরবেন না।
. হালকা, ফ্যাশনেবল হুপ বা বড়ো আকারের পাতলা রিং দেখতে ভালো লাগে পশ্চিমি পোশাকের সঙ্গে। তবে শিফন বা জর্জেটের শাড়ির সঙ্গেও তা ট্রাই করতে পারেন, খুব স্মার্ট লাগবে।
. সনাতনী শাড়ি বা সালোয়ার কামিজের সঙ্গে পরাটা এড়িয়ে যেতে পারলেই ভালো হয়, তবে সোনার রিং বা পারসিয়ান মাকড়ি দেখতে ভালো লাগবে আপনার বেসিক তাঁত বা টাঙ্গাইল শাড়ির সঙ্গে।
. ট্রাডিশনাল নকশার চাঁদবালি বা ঝাপটা ডিজাইনের দুল পরুন একেবারে সনাতনী পোশাকের সঙ্গে। লেহেঙ্গা, শাড়ি, কুর্তার সঙ্গে চাঁদবালি পারফেক্ট ম্যাচ।
. লম্বা দুল পরার প্ল্যান থাকলে চুলটা মাথার উপর তুলে বেঁধে নিতে পারেন৷ একপাশে সিঁথে করে পনিটেল বা বিনুনি বাঁধলেও দেখতে ভালো লাগবে৷ এতে আপনার দুলটা খুব সুন্দরভাবে দেখা যাবে৷
. একরঙা ড্রেসে রঙের ছোঁয়া আনতে চান? পরুন নানা রঙের উজ্জ্বল ড্রপ ইয়ারিং৷ পোশাকে যদি অনেক রং থাকে, তা হলে তার মধ্যে থেকে যে কোনও একটি রং বেছে নিন এবং সেইমতো দুল পরুন৷
. অনুজ্জ্বল টপ বা কুর্তার সঙ্গে উজ্জ্বল পপ কালারের ঝোলা দুলও দেখতে খুব ভালো লাগে৷
. অফ শোল্ডার ড্রেস বা টপের সঙ্গেও লম্বা ঝোলা ইয়ারিং পরতে পারেন৷ তার সঙ্গে খুব সফট আর ফেমিনিন হেয়ারস্টাইল হচ্ছে পারফেক্ট ম্যাচ৷
. করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে হবে বলে চুল ছেঁটে ফেলেছেন একেবারে ছোটো করে? চিন্তা করবেন না, আপনার ফিচার আরও শার্প হয়ে উঠবে লম্বা ড্যাংলারের সৌজন্যে।
. যদি আপনার গালের দিকটা একটু ভারীগোছের হয়, তা হলে লম্বা ঝোলা দুলের সৌজন্যে মুখে লম্বাটে আদল আসবে। তবে মুখ খুব লম্বা হলে একটু ছড়ানো এবং চওড়া ডিজাইনের দুল বেছে নিন। দেখতে সুন্দর লাগবে।
. আপনি কি লম্বা চুল খোলা রাখতে অভ্যস্ত? তা হলে সবটা চুল একদিকে টেনে আনুন। এতে একদিকের দুল ঢাকা পড়ে গেলেও অন্যদিকেরটা খুব সুন্দরভাবে চোখে পড়বে!
ফোটো সৌজন্য: ইনস্টাগ্রাম