দিল্লিতে এক মহিলা সাংবাদিককে একটি রেস্তোরাঁয় ঢুকতে বাধা দেওয়া হয়েছে কিছুদিন আগে – রেস্তোরাঁ কর্তৃপক্ষের মনে হয়েছে যে মহিলা যে পোশাক পরে গিয়েছিলেন সেখানে, সেটি তাঁদের নির্ধারিত ড্রেস কোডের সঙ্গে মেলে না। তাঁরা স্রেফ ‘স্মার্ট ক্যাজুয়ালস’ ছাড়া অন্য কোনও পোশাক পরাটাকে মান্যতা দেন না।
কী পরে ছিলেন মহিলা? উত্তর হচ্ছে শাড়ি। তা হলে কি ভারতের সনাতন পোশাক যথেষ্ট স্মার্ট নয়? এই তরজায় নেটপাড়া সরগরম। রেস্তোরাঁ কর্তৃপক্ষ বেকায়দায় পড়ে গিয়ে ব্যাপারটাকে নানাভাবে ম্যানেজ দেওয়ার চেষ্টা করছেন এখন, বলেছেন ওই মহিলা ও তাঁর কন্যা অভব্য আচরণ করেছেন, তাই তাঁদের প্রবেশাধিকার দেওয়া হয়নি। কিন্তু আমরা সবাই জানি, এমন কান্ড মাঝে মাঝেই ঘটে।
http://www.instagram.com/p/CUVETKOoQIu/
এ শহরেই কিছুদিন আগে এক পরিচিত শিল্পীকে র্যাপ অ্যারাউন্ড স্কার্ট পরার অপরাধে ঢুকতে দেওয়া হয়নি এক নামী রেস্তোরাঁয়। অসমসহ পুরো উত্তর-পূর্ব ভারতেই এই ধরনের র্যাপ স্কার্টই মহিলাদের প্রধান পোশাক হিসেবে গণ্য হয়। এক মহিলা তাঁর গাড়ির চালককে নিয়ে খেতে গিয়ে প্রত্যাখ্যাত হয়েছেন আর এক রেস্তোরাঁ থেকে। এক কলোনিয়াল ক্লাব এখনও ভারতীয় পোশাক পরিহিত পুরুষদের প্রবেশাধিকার দেয় না।
এর মধ্যেই আগুনে ঘি ঢেলেছেন অভিনেত্রী সারা আলি খান। সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত এক আন্তর্জাতিক ইভেন্টে সারা হাজির হয়েছেন গোলাপি শাড়িতে, সে ছবি ইনস্টা পাতায় পোস্ট করে লিখেছেন, ‘বিকজ উওমেন ইন শাড়ি/ আর অলওয়েজ পেয়ারি’! তাঁকে অজস্র মানুষ অভিনন্দন জানিয়েছেন, বলেছেন এমন একটি অনুষ্ঠানে পরার জন্য শাড়ি বেছে নিয়ে তিনি ভারতীয় ফ্যাশনকেই গুরুত্ব দিয়েছেন।
একটা ব্যাপার কিন্তু এখনও পরিষ্কার বোঝা গেল না – স্মার্ট ক্যাজুয়াল বলতে তা হলে কী বোঝায়? নানা দস্তাবেজ ঘেঁটে যা হাতে এল তার মূল পয়েন্টগুলি পরপর সাজিয়ে দিলাম।
. স্মার্ট ক্যাজুয়াল মূলত পশ্চিমি ড্রেস কোড। এর কোনও বাঁধাধরা সংজ্ঞা নেই।
. পশ্চিমে অফিস যাওয়ার সময় মেয়েরা পেনসিল স্কার্ট বা ফিটেড ট্রাউজার্স পরে সাধারণত। সঙ্গে থাকে নানা ধরনের ব্লাউজ বা শার্ট। অফিস থেকে বেরিয়ে পার্টিতে যাওয়ার সময় কেউ সেই স্কার্টের উপর একটা রংচঙে সোয়েটার গলিয়ে নেয়, কেউ ফরমাল জ্যাকেটের বদলে পরে রঙিন ব্লেজার। প্যান্ট বদলে জিনস পরলেও স্মার্ট ক্যাজুয়ালস বলা যায়। ফরমাল জুতোর বদলে পরা যায় স্নিকার্স।
. অর্থাৎ শাড়ি, সালোয়ার-কুর্তা, ঘাগরাগোছের অধোবাস, উত্তর-পূর্ব ভারতের পোশাক বা সোজা কথায় যে কোনও দেশি স্টাইলকেই এই সংজ্ঞায় ফেলে বিচার করা যাবে না।
. পরের বার আপনি এই পরিস্থিতিতে যদি পড়েন, তা হলে কী করবেন? সেই রেস্তোরাঁয় না ঢুকে একটা ভিডিও বানাতে পারেন, যিনি আপনাকে ঢুকতে দিচ্ছেন না তাঁর থেকে স্মার্ট ক্যাজুয়ালের সংজ্ঞা জানতে চাইতে পারেন – তাই বলে শাড়ি পরা ছেড়ে দেওয়া যায় নাকি?