আজকাল এমন অবস্থা যে রংচটা, পুরোনো জামাকাপড় ছাড়া কিছু পরাই হয় না! বাড়ি থেকে বেরনোর নেই, কোথাও যাওয়ার নেই – পরেই বা হবে কী? একদম ঠিক কথা! কিন্তু তাই বলে ফ্যাশন নিয়ে মোটেই আলোচনা হবে না, সেটাই বা কেমন কথা? নতুন কিছু শিখতে তো আর বাধা নেই!
এই যেমন ধরুন, আমরা ইনস্টাগ্রাম সার্ফ করতে গিয়ে তাপসী পান্নুর এমন চমৎকার একটা ছবি দেখতে পেলাম যে আপনাদের সঙ্গে কয়েকটা টিপস শেয়ার না করে থাকতে পারলাম না! বিষয়টা হচ্ছে শাড়িকে কীভাবে আরও আধুনিক করে তোলা যায়।
এ দেশের তাঁতিরা এক কালে শিল্পীর মর্যাদা পেতেন, এখন পারলে পেশা ছেড়ে খেয়ে-পরে বাঁচেন! কোভিড এসে থেকে তাঁদের নাভিশ্বাস উঠে গিয়েছে, তা বুঝতে বিশাল জ্ঞান-বুদ্ধি লাগে না। আজকালকার মেয়েরা শাড়ি পরতে খুব একটা আগ্রহী নন, তার নানা অসুবিধেগুলো আগে দেখতে পান। তার উপর এই লকডাউনে কে আর শাড়ি কিনবে?
কিন্তু এমন কোনও বাঙালি মহিলা খুঁজে পাওয়া দুষ্কর যাঁর আলমারিতে ভালো শাড়ি নেই। নিজের কেনার অভ্যেস না থাকলেও মা–মাসি–শাশুড়ির থেকে কিছু না কিছু পেয়েছেন নিশ্চয়ই? কিন্তু শাড়ি পরতে যেহেতু সময় লাগে, তাই পরাটা এড়িয়ে চলেন।
অনেকে আবার মনে করেন যে পোশাক হিসেবে শাড়ি যথেষ্ট স্মার্ট নয়। তার চেয়ে ট্রাউজ়ার্স বা নানা ধরনের প্যান্ট দিয়ে অনেক রকম লুক তৈরি করা সম্ভব। কিন্তু তাপসীর ছবিটা দেখুন এক ঝলক। কী সহজেই তিনি তা ক্যারি করেছেন! এভাবে শাড়ি পরার কথা কি আপনি কখনও ভেবে দেখেছেন?
হ্যান্ডলুমের শাড়ি, পায়ে স্নিকার্স, ম্যাচিং ব্লাউজ থাকলে ভালো, না থাকলে কনট্রাস্ট টপ দিয়েও পরে নেওয়া যায়। যাঁরা খুব পরিপাটি করে পরতে পারেন না, কোনও সমস্যা নেই – একটু উঁচু হয়ে থাকল বা আঁচলটা খুব গুছিয়ে নেওয়া গেল না – তাতেও কিন্তু দেখতে ভারী ভালো লাগে! ইচ্ছেমতো গয়না পরুন সঙ্গে, মেকআপ করুন – আপনার দিক থেকে চোখ ফেরানো যাবে না! তাপসীকেই তো কী ফ্রেশ দেখাচ্ছে!
যাঁরা মনে করেন যে শাড়ি পরে হাঁটাচলা করতে অসুবিধে হয়, তাঁরা বাড়িতে এমনিই মাঝে মাঝে শাড়ি পরে দেখুন – কিছুদিনের মধ্যেই ভুল ভেঙে যাবে! তখন বুঝবেন, এর চাইতে এলিগ্যান্ট পোশাক খুব কম আছে।
আমরা আরও কিছু ফ্যান্টাস্টিক টিপস দিতে পারি, যা আপনার লুকটাকে তুলে নিয়ে যাবে অন্য উচ্চতায়।
. সায়ার বদলে প্যান্টের সঙ্গেও শাড়ি পরা হচ্ছে – সেক্ষেত্রে হাঁটার সময় প্যান্ট যেন দেখা যায় সে বিষয়টা নিশ্চিত করুন।
. শাড়ির সঙ্গে কখনও বেল্ট পরে দেখেছেন? সাধারণভাবে শাড়ি পরার পর সরু বেল্ট পরে নিন। অনেকে সোনালি বা কালো রঙের একেবারে পাতলা বেল্ট বেছে নেন। খুব ট্র্যাডিশনাল শাড়ির সঙ্গে সনাতন নকশার বেল্ট দারুণ দেখতে লাগে। আধুনিক প্রিন্টে জর্জেট বা শিফন শাড়ির সঙ্গে পরতে পারেন চামড়ার বেল্ট।
. আঁচলটা কাঁধের উপর দিয়ে নিয়ে গিয়ে গলায় পেঁচিয়ে ঝুলিয়ে দিন সামনে।
. শাড়ির কুঁচিটা সামনে না রেখে ধুতির মতো ঘুরিয়ে মহারাষ্ট্রীয়দের মতো কোমরে গুঁজে নিলেও ভালো দেখায় কিন্তু!
. বলিউড তারকা মুমতাজ় যেমন পেঁচিয়ে পেঁচিয়ে শাড়ি পরতেন এক কালে, ফিরে এসেছে সেই স্টাইলও।