ছেলেদের সাজপোশাক নিয়ে খুব একটা চিন্তাভাবনা না করলেও চলে – এমনটাই ভেবে নেওয়া দস্তুর। কিন্তু আমরা মোটেই তা মনে করি না। একটা বিষয় প্লিজ অস্বীকার করবেন না, দেখতে ভালো লাগলে আত্মবিশ্বাস বাড়ে।
যে কোনও পুরুষের সংগ্রহে এই পাঁচটি আইটেম থাকলে নানা ধরনের লুক তৈরি করতে পারবেন। আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে, এর অনেকগুলোই আপনার সংগ্রহে আছে, কিচ্ছু কিনতে হবে না!