যদি আমরা দাবি করি যে বাড়িতে নিজের হাতে প্লাক করে আপনি পারফেক্ট শেপের ভুরু পেতে পারেন, তা হলে অবশ্যই একটু বাড়াবাড়ি হয়ে যাবে। অতটা প্রথমবারেই সম্ভব নয়। তবে ধীরে ধীরে প্র্যাকটিস হতে পারে।
প্রথমে আপনার যে দু’টি সামগ্রী লাগবে, তা হল ট্যুইজার বা ভালো একখানি সন্না। আর চাই আইব্রো পেনসিল। থ্রেডিং, ওয়্যাক্সিং বা রেজারের চক্করে পড়বেন না, তাতে উলটো সমস্যা হতে পারে। ভুরুর শেপ হয়তো এমন বিগড়ালো, যে আর বাইরে বেরোতেই পারলেন না – তখন কী হবে? ভুরুর বাড়ের গতি কিন্তু কম, আবার আগের অবস্থায় ফিরতে অন্তত ছ’মাস সময় লাগবে। তার চাইতে সন্না ব্যবহার নিরাপদ।
ট্যুইজার দিয়ে একটি একটি করে রোম টেনে তোলা হয়, তাতে ব্যথা বেশি লাগলেও চট করে ভুরুর গ্রোথ হবে না। অল্প-স্বল্প হলেও আপনি ফের সন্না ব্যবহার করেই তা তুলে দিতে পারবেন। ভুরু তোলার আগে তার উপর, আশ-পাশে ভালো করে বরফ বুলিয়ে নিন। স্নায়ু অবশ হয়ে যাবে, ব্যথাও কম লাগবে।
যাঁরা নিয়মিত ভুরু শেপ করান পার্লারে গিয়ে, তাঁরা জানেন যে তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। আপনার ভুরু কোথায় শুরু হচ্ছে, কোথায় শেষ হচ্ছে এবং তার সর্বোচ্চ পয়েন্ট বা আর্চটা কোথায় হবে। মুখের শেপ অনুযায়ী বিউটিশিয়ানরা ভুরুর সর্বোচ্চ বাঁকটা নির্ধারণ করেন – অত জটিলতায় ঢুকতে গেলে আপনাকে বিস্তর প্র্যাকটিস করতে হবে, তবে আগ্রহীরা ইন্টারনেটে একটু খুঁজে দেখলেই তথ্য পেয়ে যাবেন।
কাজ চালানোর মতো শেপ আনার জন্য আপনি আয়নার সামনে দাঁড়ান। ব্রো ব্রাশ থাকলে ভালো, না হলে পুরোনো মাস্কারার ব্রাশ ভালো করে ধুয়ে, জীবাণুমুক্ত করে ভুরু আঁচড়ে নিন। এবার দেখুন আপনার কী কী অপছন্দ হচ্ছে। ভুরুর মূল লাইনটা বড্ড মোটা, একটু পাতলা করবেন? দুই ভুরুর মাঝে অজস্র ছোট চুল – সেগুলো সাফ করবেন? ভুরু যেখানে শুরু হচ্ছে, সেই জায়গাটা পছন্দ নয়?
ঠিক যেমন শেপ পেতে চান, তেমনটা এঁকে নিন আইব্রো পেনসিল দিয়ে। তার পর বাড়তি সমস্ত হেয়ার গ্রোথ তুলে ফেলুন। সময় লাগবে, কিন্তু নিজের কাজ দেখে নিজে মুগ্ধ হবেন। যাঁদের ভুরুর স্বাভাবিক শেপ মোটামুটি সুন্দর, তাঁরা স্রেফ বাড়তি, খুচরো চুল তুলে দিন – তা হলেই হবে। কাজ হয়ে গেলে ফের একবার বরফ লাগিয়ে নিন।
. ভুরুতে কোনও ক্রিম, জেল, সানস্ক্রিন ইত্যাদি লাগাবেন না, তাতে তার স্বাস্থ্য খারাপ হয়।
. যদি আপনার ভুরুর চুল পাতলা হয়, বা রেখার মাঝে ফাঁক থাকে, তা হলে আই ব্রো পেনসিল ব্যবহার করে তা ভরে নিন। কোনও ভালো এস্থেটিশিয়ানের কাছে গিয়ে পরে পার্মানেন্ট ফিলিংও করিয়ে নিতে পারেন।
ফোটো: ইনস্টাগ্রাম