ডেনিম বা চলতি কথা যাকে জিনস বলে অভিহিত করা হয় – ছাড়া আমাদের কারওই চলবে না। কিন্তু সব ডেনিমে সবাইকে দেখতে ভালো লাগে না। আপনার বডি টাইপের সঙ্গে কোন জিনস সবচেয়ে ভালো মানাবে জেনে নিন।
স্কিনি জিনস
এই ধরনের ডেনিম আপনার শরীরের সঙ্গে আঁট হয়ে বসে থাকবে। ফলে বাড়তি মেদ থাকলে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে কার্যত। খুব রোগা বা ব্যায়ামচর্চিত চেহারা না হলে স্কিনি জিনস মানাবে না। একান্ত পরতে ইচ্ছে হলেও একটু লম্বা টপের সঙ্গে পরতে পারেন। স্কিনি জিনস ক্রপডও হতে পারে – তা গোড়ালির খানিকটা উপরে শেষ হবে সে ক্ষেত্রে।
স্ট্রেট ফিট
যে কোনও ধরনের বডি টাইপের ক্ষেত্রেই স্ট্রেট ফিট জিনস খুব ভালো। যাঁরা প্রথমবার জিনস কেনার কথা ভাবছেন, তাঁরাও স্ট্রেট ফিট প্যান্ট কিনতে পারেন। ট্রায়াল দিয়ে দেখে নিন কোন লেংথের প্যান্ট আপনাকে সবচাইতে বেশি মানাচ্ছে।
বয়ফ্রেন্ড জিনস
ঢিলেঢালা, আরামদায়ক এই প্যান্ট পরে আপনি এয়ারপোর্ট থেকে আড্ডা, সর্বত্র যেতে পারবেন। দেখে মনে হবে পুরুষ বন্ধুর থেকে ধার করে পরেছেন! সঠিক ফিটের বয়ফ্রেন্ড জিনস একটু ভারীর দিকে ঝুঁকে থাকা ভারতীয় মেয়েদের জন্য একেবারে পারফেক্ট। তবে খুব বেঁটে বা রোগা যাঁরা, তাঁদের আরও একটু বেশি ছিপছিপে বা খাটো দেখাবে এই প্যান্ট পরলে।
ফ্লেয়ারড জিনস
হাঁটুর নিচ থেকে যদি আপনার প্যান্টের ফিট ছড়িয়ে যায়, তা হলে সেটিকে ফ্লেয়ারড জিনস বলা হবে। বুট কাট, বেল বটম সবই ফ্লেয়ারড জিনস। যাঁরা একটু বেশি লম্বা, তাঁরা এই ধরনের প্যান্ট ভালো ক্যারি করেন। আপনার উচ্চতা কম হলে ফ্লেয়ারড প্যান্টের সঙ্গে উঁচু হিল পরুন।
জেগিংস
ডেনিমের কাপড়ে তৈরি লেগিংস হচ্ছে জেগিংস। যে কোনও ফিগারেই মানায় ভালো, কারণ প্যান্ট আপনার দেহের শেপ নিয়ে নেবে। যাঁরা প্রেগন্যান্ট, তাঁরাও স্বচ্ছন্দে পরতে পারেন, এগুলি খুব আরামদায়ক হয়।
লো রাইজ
নাভির নিচ থেকে শুরু হবে লো রাইজ জিনস, টি শার্ট বা শর্ট টপের ফাঁক দিয়ে সামান্য উঁকি দিতে পারে আপনার নাভিমূল। তবে ভুঁড়ি থাকলে একটু লম্বা জামা পরুন সঙ্গে।