স্রেফ ক্যাফেতে যাওয়া হচ্ছে না বলে কত লোকের মন খারাপ জানেন? বাড়ির কফিতে কিছুতেই সেই মন মাতানো স্বাদ আর গন্ধের হদিশ মেলে না বলেই তো শহরের অলি-গলিতে গজিয়ে ওঠা ক্যাফেগুলোতে ভিড় উপচে পড়ে! কিন্তু আপনার এই সমস্যার সমাধান করে দিতে পারি আমরা – খুব সহজে বানিয়ে ফেলুন চমৎকার ক্যাপুচিনো।
বিশেষ টিপস: খুব ভালো মানের ইনস্ট্যান্ট কফি পাউডার আর ফুল ফ্যাট দুধ ব্যবহার করলে আপনার কফি স্বাদে-গন্ধে একেবারে অতুলনীয় হয়ে উঠবে!
ভিডিও: অমিত মজুমদার