অনেকেই আছেন, যাঁরা প্লাস্টিকের জিনিসপত্র এড়িয়ে চলেন। ইউজ অ্যান্ড থ্রো প্লাস্টিক ব্যাগ ব্যবহার করেন না, বাতিল কাপড় থেকে থলে বানিয়ে নিয়ে বাজার করেন। কমদামি ডট পেন না কিনে এমন পেন আর কালি কেনেন, যা বহুদিন কার্যকর থাকে, প্লাস্টিকের বাসনও ব্যবহার করেন না মোটেই। কিন্তু স্রেফ এটুকুতেই পৃথিবী পরিষ্কার হবে না। আপনাকে বাতিল হয়ে যাওয়া প্লাস্টিক ফের ব্যবহারের যোগ্য করে তুলতে হবে। তা কীভাবে সম্ভব জানতে চান?
তবে তার আগে একটু সচেতনভাবে কেনাকাটি করতে হবে। রইল কয়েকটি জরুরি টিপস।
. যদি আপনি স্থানীয় কোনও দুধওয়ালার থেকে দুধ কেনেন, তা হলে অজস্র কার্টন বা প্যাকেট জমবে না বাড়িতে। তাজা দুধও পাবেন।
. সস, কফি, তেল বা মিনারেল ওয়াটার কেনার সময়ে এমন নির্মাতা সংস্থা বাছুন যারা কাচের বোতলে জিনিস বিক্রি করে। কাচের বোতলগুলিতে রোজের মশলা বা নানান টুকিটাকি রাখতে পারবেন।
. বাড়িতে রিসাইকেলেবল প্লাস্টিকের বাতিল জিনিসপত্র ফেলার জন্য আলাদা ব্যবস্থা রাখুন। এগুলি বিক্রি হয় রদ্দিওয়ালার দোকানে, সেখান থেকে যায় পাইকারি বাজারে। তার পর বাতিল প্লাস্টিক থেকে পোশাক থেকে আরম্ভ করে আরও নানা জিনিসপত্র তৈরি হয়।
. রিসাইকলড প্লাস্টিক থেকে তৈরি হওয়া জিনিসপত্র কিনুন, উপহার দিন। তাতে এই ধরনের সামগ্রী যাঁরা বানাচ্ছেন, তাঁদের উৎসাহ বাড়বে।
. ছোটো ছোটো মিনারেল ওয়াটারের বোতল কিনবেন না, তাতে প্লাস্টিক বর্জ্য বাড়ে। তার চেয়ে নিজের স্টিলের জলের বোতল সঙ্গে রাখুন সব সময়ে।
আপনি কীভাবে প্লাস্টিক পুনর্ব্যবহার করতে পারেন?
. দু’ লিটারের সফট ড্রিঙ্কের বোতল অর্ধেক করে কেটে ফেলুন। নিজের অংশে পছন্দমতো রং লাগান। তারপর সেটা ইচ্ছেমতো নকশা করুন। এবার এইগুলিকে আপনি পাতাবাহার গাছ রাখার টব হিসেবে ব্যবহার করতে পারেন। নানা টুকিটাকি জিনিস বা ফুল রাখার জন্যও তা ব্যবহার করা যায়।
. উপরের ভাগটা মগের মতো করে ব্যবহার করা যায়।
. ডিটারজেন্টের খালি বোতল দিয়ে গাছে জল দিতে পারেন।
. আপনার ফেশিয়াল মিস্ট শেষ হয়ে গিয়েছে? বোতলে স্যানিটাইজার ভরে রাখতে পারেন। বা কোনও সারফেস ক্লিনারও রাখা যায়।
. বড়ো মুখওয়ালা প্লাস্টিকের বোতলের গায়ে অ্যাক্রিলিক পেন্ট দিয়ে নকশা করে নিন, তারপর সেটা পিগি ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতে পারেন।
. শ্যাম্পু, কন্ডিশনারের বোতল দিয়ে বানিয়ে নিন ফুলদানি।