যেখানে সেখানে মাস্ক ফেলে দেওয়ার বদ অভ্যেস আছে নাকি আপনার? তা হলে কয়েকটা কথা অবশ্যই মনে রাখা উচিত। আপনার ফেলে দেওয়া মাস্কে যদি জীবাণু থাকে, তা হলে যিনি ময়লা সাফ করছেন, তাঁর সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে।
আমরা যে দেশে থাকি, সেখানে ফেলে দেওয়া মাস্ক ব্লিচিং সলিউশনে চুবিয়ে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার চেষ্টা করতে পারে কোনও অসাধু চক্র – তাই প্রতি পদে সাবধানে থাকা একান্ত প্রয়োজনীয়।
তার আগে জেনে নিতে হবে একটা মাস্ক কতবার ব্যবহার করা সম্ভব
সার্জিকাল মাস্ক ততক্ষণই ব্যবহার করুন যতক্ষণ তা শুকনো আছে, ভিজে গেলে দিনে একাধিকবার বদলাতে হতে পারে। বিশেষ করে যদি আপনাকে সারাদিন মাস্ক পরে থাকতে হয়, তা হলে আট ঘণ্টা অন্তর তা বদলে ফেলার পরামর্শ দেওয়া হয়।
যাঁরা বাইরে বেরোলেই শুধু মাস্ক পরছেন, তাঁরা একটা সার্জিকাল মাস্ক তিনবার ব্যবহার করতে পারেন। তবে যদি মনে হয় মাস্ক আলগা হয়ে গিয়েছে, বা তার তন্তু বেরিয়ে আসছে, তা হলে পালটে ফেলতে হবে।
কাপড়ের মাস্ক যেহেতু ধুয়ে নিয়ে ব্যবহার করা যায়, তাই আলগা হওয়ার আগে পর্যন্ত ব্যবহার করতে পারেন। তবে প্রতিবার ইউজ করার পর ধুয়ে, জীবাণুমুক্ত করে রোদে শুকিয়ে নেবেন। কানে আটকানোর ইলাস্টিক ঢিলে হয়ে গেলে কিন্তু মাস্ক পালটাতে হবে।
এন ৯৫ ধুয়ে একেবারে শুকনো করে নিয়ে বার কয়েক ইউজ করা যায়। তবে খুব ভালো করে শুকিয়ে নেওয়া প্রয়োজন। এন ৯৫ মাস্ক কিন্তু একদিনে শুকনো হবে না, দুই থেকে তিনদিন সময় লাগবে – তাই রোজ এক মাস্ক ব্যবহার করবেন না।
মাস্ক বাতিল করার সময় যে নিয়মগুলি অবশ্যই পালন করা উচিত
. যদি আপনি স্রেফ নিজেকে সুরক্ষিত রাখার জন্য মাস্ক ব্যবহার করেন, তা হলে ব্যবহৃত মাস্ক ফেলার আগে সেটাকে রোল করে নিন, কানের ইলাস্টিক দিয়ে আটকে রোলটাকে বর্জ্য হিসেবে ফেলে দিন। মাস্ক খোলার সময় ইলাস্টিক ধরেই খুলতে হবে, মূল অংশে হাত দেবেন না।
. যাঁরা নিজেরা সংক্রমিত বা রোগীর ব্যবহার করা মাস্ক ফেলছেন, তাঁরাও এভাবে রোল করে নিন এবং হলুদ প্যাকেটে ভরে আলাদাভাবে ফেলুন। কর্পোরেশন থেকে আলাদা হলুদ ব্যাগ বর্জ্য হিসেবে সংগ্রহ করতে পারলে ভালো, না হলে নিজেই আলাদা ব্যাগে তা রেখে তবেই ফেলুন। সমস্ত বর্জ্য একসঙ্গে মিশলে সংক্রমণের আশঙ্কা বাড়ে।