শীতের দিনে চুল রং করাটা এড়িয়ে চলতে চান অনেকেই। একে তো, ঠান্ডা লাগার ভয়, তা ছাড়া এমনিতেই শীতের দিনে চুল শুকনো হয়ে যায়, তার ওপর চুলে রং করলে চুল আরও রুক্ষ আর খসখসে হয়ে যাওয়ার ভয় থাকে! কিন্তু সাদা চুলের বাড়বাড়ন্ত কি আর শীত বলে থেমে থাকবে? আর সারা শীতের পার্টি মরশুম চুলে রুপোলি ঝিলিক নিয়ে বয়স্ক সেজে কাটানোও কোনও কাজের কথা নয়! আর পাকা চুল ঢাকার সবচেয়ে সহজ শর্টকাট ডাই হলেও কয়েক সপ্তাহের মধ্যেই গোড়ার দিকের রং ফিকে হতে শুরু করে। এবার দু’ সপ্তাহ অন্তর একগাদা টাকা খরচ করে পার্লারে ডাই করানোও তো সম্ভব নয়! তা হলে উপায় কী?
উপায় একটাই, সেটা হল নানা কায়দা করে পাকা চুল এমনভাবে ঢেকে ফেলা যাতে তা কোনও মতেই চোখে না পড়ে আর স্টাইলটাও বজায় থাকে! জেনে নিন তেমনই কিছু টিপস!
পালটে ফেলুন সিঁথি
চুলের সাদা ঝিলিক মূলত বেশি চোখে পড়ে কপালের দু’পাশে রগের কাছে আর সিঁথি বরাবর। মাঝখানে সিঁথি করতে অভ্যস্ত হলে পালটে ফেলে সাইড পার্টিং করুন, সাদা চুল চোখে পড়বে না। মুহূর্তে পাকা চুল ঢাকার এর চেয়ে সহজ উপায় আর নেই!
হাতের কাছে থাক টিন্টেড ড্রাই শ্যাম্পু
শীতের দিনে বারবার শ্যাম্পু করতে যখন ইচ্ছে করে না, ত্রাতার ভূমিকা নেয় ড্রাই শ্যাম্পু। তেলতেলে ন্যাতানো চুল ঝটপট ফ্রেশ করে তুলতে ড্রাই শ্যাম্পু দারুণ কাজের! এবার সেখান থেকেই একধাপ এগনোর পালা! দোকানে বা অনলাইনে খোঁজ করলেই টিন্টেড ড্রাই শ্যাম্পু পেয়ে যাবেন। স্প্রে করে নিন চুলের গোড়ায় আর বিদায় জানান সাদা ঝিলিককে!
অ্যাকসেসরি ভরসা
ঠান্ডা হাওয়া থেকে বাঁচতে স্কার্ফ ব্যবহার করেন তো? সেটাই জড়িয়ে নিন মাথায়। ঠান্ডা থেকে সুরক্ষিতও থাকবেন, সাদা চুলও দিব্যি ঢাকা পড়ে যাবে! সঙ্গে স্টাইল ফ্যাক্টর তো রয়েইছে! শুধু স্কার্ফই নয়, অনায়াসে পরে নিতে পারেন হেডব্যান্ড, ব্যান্ডানা বা রংবেরঙের চওড়া রিবন।
ট্রাই করুন নতুন হেয়ারস্টাইল
আপনার কি সিগনেচার হেয়ারস্টাইল রয়েছে? পনিটেল, খোঁপা, খোলা চুল, যে স্টাইলই আপনার থাক না কেন, পাকা চুল ঢাকতে এবার তা বদলে ফেলার সময় হয়েছে। যাঁদের লম্বা চুল, তাঁরা চুলটা লেয়ার করে কেটে নিতে পারেন, একদিকে ভল্যুম পাবেন, অন্যদিকে সাদা চুল তেমন চোখে পড়বে না আর। সঙ্গে একটা মেকওভারও হয়ে যাবে!
ঘরোয়া কফির কেরামতি
চটজলদি সাদা চুলের গোড়া ঢেকে ফেলতে কফি দারুণ কাজের, আর সেই সঙ্গে নিরাপদও! এক কাপ কন্ডিশনারে দু’ চামচ গুঁড়ো কফি আর আধকাপ ফোটানো কফি মেশান। এই মিশ্রণটা পুরো চুলে ভালো করে মেখে শাওয়ার ক্যাপ পরে এক ঘণ্টা অপেক্ষা করুন। এরপর চুল ধুয়ে ফেললেই তফাতটা বুঝতে পারবেন!