আকাশ যতই বড় হোক আর গানে যা-ই বলা হোক, তা দিয়ে নীড়ের সত্যিই কি কিছু যায় আসে? বরং চৌখুপি আধুনিক ছোট্ট ফ্ল্যাটে জায়গার বড্ড অভাব! যতটুকু জায়গা যেখান থেকে সম্ভব বের করে নেওয়াটাই এখানে আসল চ্যালেঞ্জ! আর এই চ্যালেঞ্জের মধ্যে আরও একটা যে চ্যালেঞ্জ লুকিয়ে আছে, তা হল ঘরের কোণগুলোর ব্যবহার। অনেক সময়ই ঘরের কোণের জায়গাটা নষ্ট হয়,অথচ এই কোনাগুলো ঠিকমতো ব্যবহার করতে পারলে ঘরে নতুন ডাইমেনশন আসে। কীভাবে কাজে লাগাবেন ঘরের কোনাগুলো? আমরা দিয়ে দিলাম কিছু টিপস!
প্রথমেই আসি বসার ঘরে। দরজার পাশে কোনাটা সাধারণত জুতো, ছাতা, এ সব কেজো জিনিসেই ভরে থাকে। ঘরে ঢুকেই এ সব দেখতে কি আর ভালো লাগে বলুন তো? এই জায়গাটায় বরং একটা দরজা দেওয়া ছোট শু ক্যাবিনেট রেখে দিন। ছেড়ে রাখা জুতো আর চোখে পড়বে না, র্যাকে একাধিক তাক থাকলে পুরনো খবরের কাগজ, ম্যাগাজিনও ঢুকিয়ে রাখতে পারেন। শু ক্যাবিনেট যদি অন্য কোথাও রাখেন, তা হলে দরজার পাশের কোণে সুদৃশ্য টবে রাখুন পাতাবাহার গাছ। সবুজের ছোঁয়ায় মন ভালো হয়ে যাবে!
বসার ঘরের আসবাব বলতে সাধারণত সোফাসেট, টিভি, বুককেস, এ সবই থাকে। এ সব রাখার পরেও যদি ঘরের কোনা ন্যাড়া দেখায়, তা হলে ফের শরণ নিতে পারেন সবুজের। ধাতুর স্ট্যান্ডে নজরকাড়া সাকিউলেন্ট বা ক্যাকটাস রাখুন। অথবা দেওয়ালের মাপমতো বানিয়ে নিন তেকোনা র্যাক। সুন্দর শোপিস, বই, ফোটোফ্রেম, ফুলদানি, বাহারি মোমবাতি দিয়ে সাজিয়ে তুলতে পারেন এই তাকগুলো। ঘরের কোণে রাখতে পারেন লম্বা স্ট্যান্ডল্যাম্প। অনেকে পেতল বা টেরাকোটার বড় শোপিস ঘরের কোণে রাখেন। এমনকী, জায়গা একটু বেশি থাকলে ছোট অ্যাকোয়ারিয়ামও রাখা যায়। ঘর অন্যরকম দেখাবে।
ছোট ফ্ল্যাটে শোওয়ার ঘরে বেশি জায়গা সাধারণত বেরোয় না, খাট আর আলমারিতেই ঘর ভরে যায়। যদি কোনও একটা কোনা ফাঁকা পান, সেখানে প্লাইবোর্ড দিয়ে দেওয়ালের সঙ্গে লাগানো ছোট একটা তেকোনা লেখাপড়ার আর কাজের জায়গা করে নিতে পারেন। নিচের দিকে কয়েকটা দেরাজও করে নেওয়া যায়। আজকাল দেওয়ালের সঙ্গে লাগানো ফোল্ডিং টেবিল কিনতে পাওয়া যায়, সেরকম একটা লাগিয়ে নিলে জায়গা আরও সাশ্রয় হবে। অথবা মাপমতো আয়না লাগিয়ে ঘরের কোনাতেই করে নিন আপনার নিজস্ব ড্রেসিং টেবিল। আর এ সব কোনও কিছুই না চাইলে স্রেফ কয়েকটা তেকোনা তাক বসিয়ে নিন, সংসারের টুকিটাকি নানা জিনিসপত্র রেখে দিতে পারবেন।
রান্নাঘরের কোণে তাক যেমন করে নেওয়া যায়, তেমনি স্টিলের তৈরি ত্রিকোণ স্ট্যান্ডঅ্যালোন তাকও রাখতে পারেন। মাইক্রোওয়েভ, ওটিজি, টোস্টার সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন। বাথরুমের কোনায় সুন্দর আয়না দেওয়া একটা ক্যাবিনেট তো রাখতেই হবে। অন্য দেওয়ালের কোণে ফিট করে দিন বাহারি তেকোনা তাক। শ্যাম্পু সাবান, বডি স্প্রে-র মতো টুকিটাকি জিনিস রাখার জায়গার অভাব হবে না!