এ কথা অস্বীকার করার কোনও জায়গা নেই যে, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় নাগরিকদের সবচাইতে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হয়ে দাঁড়িয়েছে তাদের আধার কার্ড। পাশাপাশি এটাও ঠিক যে কিছু কিছু ক্ষেত্রে আধারের সঙ্গে সংযুক্তিকরণ এখনও বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়নি, জীবনবিমা তার অন্যতম। তবে লাইফ ইনশিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (LIC) কিছু কিছু পলিসির ক্ষেত্রে আধার লিঙ্ক করাতেই হয়।
কেন আপনার সরকারি/ বেসরকারি সব পলিসির সঙ্গে আধারের সংযুক্তিকরণ করানো উচিত?
প্রথম কারণ — তা হলে আপনার পক্ষে তো বটেই, যে সংস্থার সঙ্গে আপনি জীবনবিমা করছেন তাদের পক্ষেও আপনার পোর্টফোলিও ম্যানেজ করা সহজসাধ্য হয়। সব ক’টি বিমা একটা ছাদের তলায় চলে এলে হিসেবে গোলমাল হওয়ার আশঙ্কা কম। পরে কোনও নতুন পলিসি করালেও তা ওই পোর্টফোলিওর মধ্যেই আপডেট হয়ে যাবে।
দ্বিতীয় কারণ –- কোনও দুর্ঘটনা ঘটে গেলে আপনার পরিবারের লোককে ব্যস্ত হতে হবে না, পলিসি ক্লেমের কাজটা সহজ হয়ে যাবে। পলিসির কাগজপত্র হাতের কাছে না থাকলে বা হারিয়ে গেলেও চিন্তা নেই, স্রেফ আধার নম্বরের জোরেই সব অথেন্টিকেশনের কাজ হয়ে যাবে সহজে।
তৃতীয় কারণ –- যাঁরা জীবনবিমার বিনিময়ে লোন নেওয়ার কথা ভবছেন, তাঁদের কাজ সহজ হয়ে যাবে পলিসির সঙ্গে আধারের সংযুক্তিকরণের কাজটা করা থাকলে।
এবার প্রশ্ন, কীভাবে জীবনবিমার সঙ্গে আধার সংযুক্তিকরণ করাবেন?
ব্যাপারটা খুব সহজ। বেসরকারি বিমার ক্ষেত্রে আপনার এজেন্টের সঙ্গে যোগাযোগ করুন। তিনি করিয়ে দেবেন। বিমা কোম্পানির ওয়েবসাইটেও নজর রাখতে পারেন – সেখানেও আধার লিঙ্ক করানোর বিষয়ে তথ্য পাবেন। এলআইসির ক্ষেত্রে গ্রাহকেরা অনলাইন ও অফলাইন সংযুক্তিকরণের সুবিধে পাবেন।
এলআইসির যে কোনও ব্রাঞ্চে গেলেই আধার সংযুক্তির জন্য প্রয়োজনীয় ফর্ম মিলবে। সেটি পূরণ করে জমা দিলেই কাজ হয়ে যাওয়ার কথা। যাঁরা অনলাইনে করতে চান, তাঁরা প্যান কার্ড, আধার কার্ড, ও পলিসি সংক্রান্ত কাগজপত্র হাতের কাছে নিয়ে বসুন।
. যে মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করা আছে, সেই মোবাইলটিও হাতের কাছে রাখবেন। নতুন কোনও নম্বর হলে আপনাকে আগে সেটিকে আধারের সঙ্গে লিঙ্ক করাতে হবে।
. এলআইসির ওয়েবসাইটে ঢুকুন, আধারের সঙ্গে পলিসি লিঙ্ক করানোর অপশন পাবেন। সেখানে ক্লিক করে সমস্ত ইনস্ট্রাকশন মেনে তথ্য আপডেট করতে হবে। আধার অনুযায়ী সব তথ্য আপডেট করুন। অনেকে আধার কার্ড করানোর আগে এলআইসি করিয়েছেন, সেখানে জন্মতারিখ ইত্যাদিতে কোনও ভুলচুক রয়ে গিয়েছে? সেগুলিও কারেকশন করাতে হবে।
. সব ঠিকমতো হয়ে গেলে আপনার মোবাইলে মেসেজ আসবে, সেখানে থাকা পাসওয়ার্ড দিলেই লিঙ্কের কাজ হয়ে যাবে।