বাইরে বেরিয়ে শপিংয়ের মজাটা অনেকেই আর উপভোগ করেন না। তার পর এই অতিমারির বছরে দোকানে গিয়ে কেনাকাটি করতে হলে যে পরিমাণ ঝুঁকি নিতে হবে, তা নিতে চাইছেন না বেশিরভাগ মানুষই। অতঃপর ভরসা অনলাইন কেনাকাটা।
কিন্তু সমস্যা হচ্ছে, অনলাইনে জামা কেনার পর অনেক সময়েই হাতও কামড়াতে হয়! হয়তো ডিজ়াইনটা ছবিতে দেখতে যেমন লাগছিল, সামনাসামনি ঠিক তেমনটা দেখাচ্ছে না, অথবা মেটিরিয়ালটা ঠিক মনের মতো হচ্ছে না… এ অভিজ্ঞতা মোটামুটি আমাদের সবারই হয়েছে।
তার চেয়েও বড়ো সমস্যা হয় জুতো আর অন্তর্বাস কেনার সময়ে। কারণ কোম্পানিভেদে বদলে যায় সাইজ। এক ভেবে কিনলেন, পরার পর দেখা গেল যে শরীরের মাপসই হচ্ছে না। তখন কী করবেন?
ভালো করে রিসার্চ করে তবেই কিনুন: হুট করে অনলাইনে কোনও পোশাক কিনবেন না, বিশেষ করে নতুন কোনও স্টাইল ট্রাই করার আগে ভালো করে রিসার্চ করে নিন৷ কাস্টমার রিভিউ দেখুন, বিশদে প্রডাক্ট ডিটেলস ও স্টাইলটি সম্পর্কে পড়ুন৷ দরকারে একটা টেপ দিয়ে নিজের শরীরের মাপ নিয়ে তার পর অর্ডার দিন৷
কয়েকটি ওয়েবসাইট ঘুরে দামটা যাচাই করে নিন: আপনার প্রিয়তম ওয়েবসাইট যে ডিলটি দিচ্ছে সেটাই যে সেরা, জানলেন কীভাবে? আরও কয়েকটি সাইট ঘেঁটে দেখুন অন্য কোথাও ভালো ডিল বা শিপিং চার্জে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে কিনা৷
কোথায় কী ছাড় মিলছে, সেটা জেনে নিন: বেশিরভাগ ভারতীয় ওয়েবসাইটেই কিছু কিছু নির্বাচিত পোশাকের উপর বাড়তি ছাড়ের ব্যবস্থা থাকে৷ সেটা খতিয়ে দেখে তবেই অর্ডার দিন৷ অ্যাপ ডাউনলোড করা থাকলে সেলের নোটিফিকেশনও আসতে থাকে৷ প্রথমবার কোনও ওয়েবসাইট থেকে কেনাকাটি করলেও ভালো ছাড় পাওয়া যায় এবং সাধারণত একটি কুপন দেওয়া হয়৷ এগুলি হাতছাড়া করবেন না৷
ওয়েবসাইটের রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি সম্পর্কে খোঁজ নিন: পোশাক বদলাতে হোক বা না হোক, ওয়েবসাইটের রিটার্ন আর এক্সচেঞ্জ পলিসি সম্পর্কে বিশদ জানা থাকলে আখেরে আপনার সুবিধেই হবে কিন্তু!
ওয়েবসাইটটি আসল তো: কোনও অসুবিধে হলে যাতে ক্রেতারা যোগাযোগ করতে পারেন, সেই কারণে একটি ফোন নম্বর ও ঠিকানা থাকা উচিত প্রতিটি ওয়েবসাইটে৷ যেখান থেকে আপনি কেনাকাটি করছেন, সেখানে তা আছে তো? না থাকলে কিন্তু নকল জিনিসও ডেলিভারি পেতে পারেন৷ তাই সতর্ক থাকুন!
সুরক্ষিত পেমেন্ট গেটওয়ে ব্যবহার করুন: কোনও নতুন ওয়েবসাইট থেকে এই উৎসবের মরশুমে কেনাকাটা করবেন না। করলেও ক্যাশ অন ডেলিভারি মোডের আশ্রয় নিন। সুরক্ষিত ওয়েবসাইট অনলাইন পেমেন্টের আগে ওটিপি পাঠাবে ফোনে। সে সব খতিয়ে দেখে তবেই কিনুন।
বিপুল ছাড়ের লোভ সংবরণ করুন: কোনও ওয়েবসাইট বিপুল ছাড় দিচ্ছে? খুব ভালো করে খতিয়ে দেখে নিন তার বিশ্বাসযোগ্যতা কতটা। প্রলোভনের ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারাতে না হয়!