স্বর্গের বাগানে ঈশ্বরের তৈরি প্রথম মানুষ প্রথম মানুষীর হাত থেকে নেওয়া স্বর্গের ফলে যেদিন প্রথম কামড়টি বসালেন, সেদিনই ঈশ্বরের অভিশাপে স্বর্গের বাগান থেকে নির্বাসিত হলেন তাঁরা। জ্ঞানবৃক্ষের সেই ফল খেয়ে মানুষ-মানুষীর মধ্যে সঞ্চারিত হল শরীরী বোধ! নগ্ন শরীর তাঁরা আচ্ছাদিত করলেন পাতার আবরণে! আর সেই পাপেই স্বর্গ থেকে বিদায় ঘটল তাঁদের!
বাইবেলের এ গল্প অনেকেরই জানা! কিন্তু জানেন কি, কোন ফল খাওয়ার অপরাধে স্বর্গ থেকে বিদায় নিতে হয়েছিল ঈশ্বর সৃষ্ট প্রথম মানব-মানবীকে? সে ফল এখন থরে থরে আমার আপনার হাতের কাছেই মেলে! আপেলের কথা বলছি! আপেলের লাল টুকটুকে রং আর মিষ্টি রসালো স্বাদে যেন আজও মিশে আছে সেই নিষেধের ইশারা! সে জন্যই শুধু বাইবেল নয়, গ্রিক পুরাণেও উল্লেখ রয়েছে আপেলের।
শুধু কি পুরাণ? আধুনিক বিজ্ঞান বলছে, যৌন কামনা জাগিয়ে তুলতে আপেলের একটি বিশেষ ভূমিকা রয়েছে। প্রাকৃতিক আফ্রোডিজিয়াক হিসেবে আপেল অনেকটা চকোলেট বা রেড ওয়াইনের মতোই কাজ করে! দিনে একটা করে আপেল খেলে শরীর তো সুস্থ থাকবেই, পাশাপাশি আপনার সেক্স লাইফও থাকবে একদম তরতাজা!
কেন আপেল যৌন কামনাবাসনা বাড়িয়ে তুলতে সাহায্য করে জানেন? কারণ আপেলে রয়েছে পলিফেনল আর প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডান্ট। তা ছাড়া আপেলে ফ্লোরিডজিন নামে একটি যৌগ রয়েছে যা ফিমেল সেক্স হরমোন এস্ট্রাডিওলের মতোই। মেয়েদের যৌন কামনাবাসনা বা লিবিডোর পেছনে এই এস্ট্রাডিওলের ভূমিকা অনেকটাই! এ সব কেমিক্যাল শরীরের বিশেষ অঙ্গে রক্ত সরবরাহের পরিমাণ অনেক বাড়িয়ে দেয়, ফলে অ্যারাউজাল হয় সহজ! তা ছাড়া মেনোপজের পরে মেয়েদের রক্তে ফ্যাটের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে আপেল। আর রোজ যদি একটা করে আপেল অন্তত ছ’ মাস ধরে খেয়ে যেতে পারেন, আপনার কোলেস্টেরলের পরিমাণ প্রায় এক-চতুর্থাংশ কমে যাবে!
তবে একটা কথা মাথায় রাখুন! আপেল খেলেই যে আপনার সেক্স ড্রাইভ হু হু করে বেড়ে যাবে, তেমন ভাবলে কিন্তু নিরাশ হবেন! প্রাকৃতিক অ্যাফ্রোডিজিয়াক কাজ করতে সময় নেয়। তাই নিয়মিত আপেল খেয়ে যান, আর কিছু না হোক শরীর ভালো থাকবেই গ্যারান্টি!