দীর্ঘদিন এক মানুষের সঙ্গে থাকতে থাকতে একঘেয়েমিতে আক্রান্ত হওয়াটা স্বাভাবিক। সেই সংসারে আটকা পড়ে থাকা, নিজের নিজের দায়িত্বপালন, উপার্জন, সঞ্চয়, ঝগড়া, ভাগাভাগির মধ্যে যে দৈনন্দিনতা আছে, তা অস্বীকার করা যায় না – তাই প্রথমেই আপনাকে মেনে নিতে হবে যে হ্যাঁ, আপনি একটু ক্লান্ত হয়েই গিয়েছেন এবং সম্ভবত আপনার সঙ্গীও একই সমস্যায় আক্রান্ত।
এই স্বীকারোক্তিটা যতদিন না আসবে, ততদিন আপনি সম্পর্ককে ফের ইন্টারেস্টিং করে তোলার জন্য নিজের সেরাটুকু দেবেন না। আর সেই ফাঁকেই তৃতীয় কেউ ঢুকে পড়েন – বেশিরভাগ ক্ষেত্রেই তাতে জটিলতা আরও বাড়ে। স্রেফ উত্তেজনার বশে অন্য কারও সঙ্গে জড়িয়ে পড়েই কিন্তু শান্তি পাবেন না, সেই সম্পর্কটিও কালের ফেরে একদিন একঘেয়ে হয়ে দাঁড়াবে!
. একঘেয়েমি কাটানোর সবচেয়ে সহজ উপায় কী জানেন? একে অপরের থেকে খানিকটা দূরে সরে যাওয়া। কিন্তু ক’টা বিবাহিত নারী-পুরুষের পক্ষে পরস্পরের থেকে দূরে থাকা সম্ভব? চেষ্টা করুন কিছুদিনের জন্য অফিস থেকে ট্রান্সফার নেওয়ার। কিছুদিনের জন্য মা-বাবার কাছে থাকতেও যেতে পারেন। যাঁরা বিয়ে করেননি এখনও, তাঁদের ক্ষেত্রে ব্যাপারটা অনেক সহজ। একে অন্যের সঙ্গে কথা বলেই কিছুটা সময় আলাদা থাকুন।
এই একা থাকার সময়ে যদি সঙ্গীকে একেবারে মিস না করেন, তা হলে কিন্তু সমস্যা গভীর। সাবধান হোন। এ সম্পর্ক ভেঙে যেতে বেশি সময় লাগবে না।
. পরস্পরের সঙ্গে খোলাখুলি কথা বলুন। ঠিক কোথায় গিয়ে অসুবিধে হচ্ছে, তা দু’জনেরই জানা দরকার। সত্যি বললে অনেক সমস্যার সমাধান হয়ে যায়।
. ঝগড়ার সময়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। রাগের মাথায় আপনার মনের মানুষটিকে আঘাত করে কোনও কথা বলবেন না। এই ছোটো ছোটো কথাগুলোই পরে অনেক বড়ো ঝামেলার আকার নিতে পারে। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন, দরকারে কোনও বন্ধুর পরামর্শ নিতে পারেন।
. অন্য কারও কথায় নাচবেন না, নিজেরা সিদ্ধান্ত নিন কী করবেন। মাঝে মাঝে বেড়াতে যান, সঙ্গে অন্য কাউকে নেবেন না তখন। কথা বলুন, রাস্তায় হাঁটুন, সিনেমা দেখুন। সারাক্ষণ পরিবারের অন্যদের সঙ্গে থাকতে গিয়ে নিজেদের একেবারে ভুলে যাবেন না। হয়তো স্রেফ ইন্টিমেসির অভাবেই আপনাদের সম্পর্কটা একঘেয়ে হয়ে যাচ্ছে!
. সঙ্গীর ছোটো ছোটো সুবিধে-অসুবিধেগুলোর দিকে লক্ষ্য রাখুন। ভালো করে কথা বলুন। তাঁর যত্ন নিন, কাজে সাহায্য করুন, মাঝে মাঝে ছোটো উপহার দিতে পারেন – নিজেদের মধ্যে সুন্দর মুহূর্ত গড়ে তুলুন, ভালো থাকবেন!
. কখনও অন্য কারও কাছে একে অপরের নিন্দে করবেন না। তাতে কিন্তু লাভের লাভ কিছু হয় না, উলটে দিনের পর দিন সম্পর্ক আরও খারাপ জায়গায় চলে যায়।