দেশের একেবারে প্রথম সারির সাংবাদিক, জিতেছেন অজস্র পুরস্কার। এ হেন নিধি রাজদান ঘোষণা করেছেন, তিনি মারাত্মক অনলাইন প্রতারণার শিকার হয়েছেন সম্প্রতি। গত বছর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ানোর অফার পেয়ে এনডিটিভির ২০ বছরের পুরোনো চাকরি ছেড়ে দিয়েছিলেন নিধি।
কথা ছিল সেপ্টেম্বরে জয়েন করতে হবে। কিন্তু দিন এগিয়ে আসতেও বিশ্ববিদ্যালয়ের তরফে গড়িমসি দেখে নিধি নিজের মতো করে খোঁজখবর করতে আরম্ভ করেন এবং জানতে পারেন যে হার্ভার্ডের তরফে তাঁর কাছে কোনও অফার আসেইনি, তিনি প্রতারণার শিকার হয়েছেন।
গুগল কর্তৃপক্ষ গত কিছুদিন ধরে নজরদারি চালানোর পর প্লে স্টোর থেকে মুছে দিয়েছেন প্রায় ১১৮টি মানি লেন্ডিং অ্যাপ – আরও বেশ কয়েকটিরও সেই একই গতি হতে চলেছে কিছুদিনের মধ্যেই। তেলেঙ্গানা পুলিশ গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি প্রতারক সংস্থাকে চিহ্নিত করেছে যারা অ্যাপের মাধ্যমে পারসোনাল লোন দেওয়ার নামে মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করত এবং অত্যন্ত চড়া সুদে টাকা আদায় করত।
টাকা ধার দেওয়ার আগে এই অ্যাপগুলি কোনও শর্ত চাপাত না, ডাউনলোড করে কিছু প্রশ্নের জবাব দিলেই টাকা ট্রান্সফার হয়ে যেত ব্যাঙ্ক অ্যাকাউন্টে – তার পর বলা হত কত সুদে এবং কত দিনের মধ্যে তা ফেরত দিতে হবে। লকডাউনে বহু মানুষের চাকরি যাওয়ার পর এদের বাড়বাড়ন্ত হয় – ক্ষেত্রবিশেষে সপ্তাহে ৩০ শতাংশ সুদ দিতে হয়েছে ঋণ-গ্রহীতাকে। এমনও মানুষ পাওয়া গিয়েছে যাঁরা ৫০০০ টাকা ধার করে সুদে-আসলে ২.৫ লক্ষ টাকা ফেরত দিয়েছেন!
নিজেকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা ছাড়া বাঁচার আর কোনও রাস্তা নেই, এটা মনে রাখবেন। করোনা আমাদের ঘরমুখি করার পর থেকে বাইরের পৃথিবীর সঙ্গে আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেট। সেই নেট পথেই ভেসে আসছে সমস্যা, সামান্য অসতর্ক হলেই ফাঁদে পড়ে যাবেন – তাই সাবধান!
কঠিন পাসওয়ার্ডের সাহায্য নিন
আপনার ফোন, কম্পিউটার, অনলাইন টাকা লেনদেন – সব কিছু যেন কঠিন পাসওয়ার্ড দিয়ে মোড়া থাকে। মাঝে মাঝে তা বদলাতে ভুলবেন না। সব সময় নম্বর, অক্ষর আর সিম্বলের কম্বিনেশনে পাসওয়ার্ড সেট করুন। ভুলেও নিজের জন্মদিন, বাড়ির অ্যাড্রেস ইত্যাদি দিয়ে পাসওয়ার্ড সেট করবেন না। দরকারে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করুন, কিন্তু একাধিক সাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না।
ফোন বা কম্পিউটার আপডেট দিতে ভুলবেন না
ফোন আর কম্পিউটারে পুরোনো সফটওয়্যার চালিয়ে রাখবেন না, তা আপডেট করুন নিয়ম মেনে। সিকিউরিটি সফটওয়্যারের ক্ষেত্রে তো বিশেষ করে সতর্ক থাকা উচিত।
কোনও অচেনা মেল বা মেসেজ খোলার আগে সাবধান
স্প্যাম ফিল্টার বা অ্যান্টি ভাইরাস সফটওয়্যার থাকার পরেও কিন্তু পিশিং মেল আসতে পারে। সন্দেহজনক সূত্র থেকে আসা কোনও করেসপন্ডেন্স দেখলেই সাবধান হোন। যে সব মেলের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকে, সেগুলি খোলার আগে বাড়তি সতর্কতা মেনে চলুন।
ব্যাঙ্ক স্টেটমেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই খতিয়ে দেখুন
ব্যাঙ্ক স্টেটমেন্ট পেলেই খুব ভালো করে দেখে হিসেব মিলিয়ে নিতে হবে। কোনওভাবে আপনার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলতে পারলেই ঠগ আগে টাকা সরানোর চেষ্টা করবে, তাই সাবধান।
সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করুন
কোথাও কোনও সমস্যা হয়েছে জানতে পারলেই যত তাড়াতাড়ি সম্ভব সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করতে হবে। পুলিশকে জানাতে দেরি করলে আরও বড়ো ক্ষতি হতে পারে।
অচেনা ওয়াই ফাই ব্যবহারের সময় সতর্ক থাকবেন
যেখানে সেখানে গিয়ে ওয়াইফাই ব্যবহারের সময় বাড়তি সতর্ক থাকা উচিত। হ্যাকাররাও এই জায়গাগুলিকে টার্গেট করে থাকেন যাতে অসতর্ক মুহূর্তে কারও ফোন বা কম্পিউটারে ঢুকে পড়া যায়।
ফোনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য শেয়ার করবেন না
কোনও অসতর্ক মুহূর্তেও কখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও তথ্য শেয়ার করবেন না ফোনে। অচেনা বা সন্দেহজনক নম্বর থেকে আসা ফোন না ধরাই সবচেয়ে ভালো।