বাইরে বেরিয়ে খোলা মনে খানিক সময় কাটানো, নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ-পরিচয় বা বন্ধুতা করার জন্য সময়টা ঠিক অনুকূল নয়। আমাদের সামাজিকতার অনেকটাই তাই আজকাল হচ্ছে ডিজিটাল মাধ্যমে। এটাই নিউ নরমাল!
মানুষ সামাজিক জীব, আর যৌবনের ধর্ম হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব। তাই পথে-ঘাটে, কলেজে-অফিসে যাতায়াতের পথে মনের মতো কাউকে খুঁজে পাওয়ার সুযোগ এখন নেই বটে — কিন্তু ডেটিং সাইট তো আছে!
পরিসংখ্যান বলছে, সামাজিক মাধ্যমে যেহেতু একটা আড়াল থাকে, তাই এতদিন যাঁরা প্রকাশ্যে নিজেদের পছন্দ বা চাহিদার কথা বলতে পারতেন না, তাঁরাও খোলা মনে অনলাইন ডেটিং করার সাহস খুঁজে পাচ্ছেন। আবার ওই আড়াল থাকে বলেই বিশেষ কয়েকটি ব্যাপারে সাবধান থাকতে হবে।
১. অনলাইন ডেটিং অনেকেই খুব ক্যাজুয়ালি করেন
এ কথা ঠিক যে বহু মানুষ কোনও সিরিয়াস সম্পর্ক খোঁজেন না, স্রেফ হালকা চালে সময় কাটানোর জন্যই নাম লেখান এই ধরনের পোর্টালে। সংখ্যার বিচারে দেখলেও মেনে নিতে হবে যে এই ধরনের সম্পর্ক খুব একটা দীর্ঘস্থায়ী হয়ও না। তাই ডেটিং অ্যাপে একটু সাবধানে এগনোই ভালো।
২. প্রাথমিকভাবে শারীরিক সৌন্দর্যই আকর্ষণের কারণ হবে
এটা মেনে নেওয়া ছাড়া অন্য কোনও রাস্তা নেই যে ডেটিং অ্যাপের ক্ষেত্রে শারীরিক আকর্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। তা নিয়ে মন খারাপ করার কিছু নেই। বরং এই সহজ সত্যিটা মেনে নিলে বাড়তি চাপ থাকবে না জীবনে।
৩. একেবারে প্রথম মুহূর্ত থেকেই কাউকে ‘জাজ’ করা অনুচিত
মন খোলা রাখুন, আর একটু ধৈর্য ধরুন। একেবারে প্রথম থেকেই কাউকে জাজ করবেন না। তবে যদি মনে হয় যে আপনার ‘ম্যাচ’ যে ধরনের মানসিকতায় বিশ্বাসী, তার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া আপনার পক্ষে সম্ভব নয়, তা হলে আনম্যাচ করে দিন। শালীনতার সীমা যেন লঙ্ঘন না হয়, তা দেখবেন।
৪. সিরিয়াস সম্পর্ক বা বিয়ের ইচ্ছে নিয়ে এগনোর আগে সাবধান
অনেকেই ডেটিং অ্যাপে মনের মানুষ খুঁজে পান এ কথা ঠিক — কিন্তু তেমনটা নাও হতে পারে। বহু মনোবিদ এই ধরনের অ্যাপে সঙ্গী খোঁজার অভ্যেসের সঙ্গে অনলাইন শপিংয়ের তুলনা করেন – গ্রাহক স্রেফ সময় কাটানোর জন্যই একের পর এক সঙ্গী বেছে নিচ্ছেন, তেমনও হয়। আপনি যাঁর সম্পর্কে সিরিয়াস হচ্ছেন, তাঁর মনোভাবটা ঠিক কী, সেটা বোঝা দরকার।
৫. মুখোমুখি দেখা না করে কোনও সিদ্ধান্ত নেবেন না
একজন মানুষকে সামনাসামনি দেখে, কথা বলে তাঁর সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। অ্যাপে কারও সঙ্গে আলাপ হয়ে দারুণ ভালো লেগে গেলেও মন দেওয়া-নেওয়ার আগে কয়েকবার দেখা করা জরুরি। তার জন্য পরিবেশ এখনই অনুকূল নয়। তাই ধৈর্য ধরতেই হবে।