ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’(না, নামটা যশ না)। এখনও পর্যন্ত এই ঝড় যেভাবে শক্তি সঞ্চয় করছে, তাতে বড়ো বিপদ হতে পারে। গত বছরের অভিজ্ঞতা থেকে আমরা জানি, ভয়াল ঘূর্ণিঝড়ে শহর-গঞ্জে প্রচুর প্রাণহানি হয়তো হয় না, কিন্তু ক্ষয়ক্ষতি ভালোই হয়। তার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা ভালো।
হাতের কাছে শুকনো বাজার, ওষুধ মজুত রাখুন
বেশ কয়েকদিন চলার মতো চাল, ডাল, ঘি, তেল, আনাজ, মশলা, শুকনো ফল, মুড়ি, চিড়ে ইত্যাদি শুকনো খাবার হাতের কাছে রাখুন। প্রয়োজনীয় ওষুধ রাখা অত্যাবশ্যক – ঝড় থামার পর নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে কত মানুষ বিদ্যুতের ছোবলে মারা গিয়েছিলেন গত বছর, তা ভুলবেন না। বাড়িতে কিছু প্যারাসিটামল রাখা একান্ত জরুরি। মাছ-মাংস কিনে লাভ নেই, কারেন্ট না থাকলে ফ্রিজে খাবার পচবে। ডেলিভারি সার্ভিসও অকেজো থাকারই আশঙ্কা।
বিদ্যুৎ থাকবে না ধরে নিয়েই এগোন
ঝড়-বৃষ্টির সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাতে মানুষ মারা না যান, সেই কারণেই অনেক সময়ে ইলেকট্রিক সরবরাহ বন্ধ রাখা হয়। তাই পাম্প চালিয়ে আগে-ভাগে ওভারহেড ট্যাঙ্ক ভরে নিন, খানিক খাবার জল সংগ্রহ করে রাখুন যাতে দু-তিনদিন বিদ্যুৎ না থাকলে সমস্যা না হয়। টর্চ, মোমবাতি, ইমার্জেন্সি লাইট রাখুন হাতের কাছে।
ইন্টারনেট না থাকলে রোজের কাজ ব্যাহত হবে
যতটা সম্ভব কাজ সেরে নিন সময় থাকতে, কারণ তার ছিঁড়ে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কাও থেকে যায়। যাঁরা ওয়ার্ক ফ্রম হোম করছেন, তাঁরা আগে থেকেই অফিসে জানিয়ে রাখুন এরকম হতে পারে। সেই সঙ্গে হাতের কাছে কিছু নগদ টাকাও রাখতে হবে – ইন্টারনেট না থাকলে অনলাইন পেমেন্টও দিতে পারবেন না।
খুব জরুরি কাগজপত্র এক জায়গায় রাখা উচিত
সব জরুরি কাগজপত্র ও নথি একটা জল নিরোধক প্লাস্টিকের ব্যাগে ভরে হাতের কাছে রেখে দিন। কোনও কারণে যদি বাড়ি থেকে বেরিয়ে কোনও নিরাপদ জায়গায় যেতে হয়, তা হলে কী নিয়ে যাবেন, তার প্রস্তুতি থাকা দরকার।
আপনার আশপাশে যাঁরা থাকেন, তাঁদের খোঁজ নিন
আশে-পাশে এমন কেউ আছেন যিনি একা থাকেন? তাঁর খোঁজ নিন, সাহায্য করুন। বয়স্ক মানুষরা এমন প্রাকৃতিক দুর্যোগের সময়ে খুব আতঙ্কে থাকেন, দরকারে সাহায্যের হাত বাড়িয়ে দিন।
গাছের টব বা বারান্দায় রাখা শো-পিস নামিয়ে রাখুন
খোলা বারান্দা বা ছাদে যা যা আছে, সব সরিয়ে রাখুন, তাতে ক্ষয়ক্ষতি কম হবে। বিশেষ করে বারান্দায় যাঁরা গাছের টব বা শো-পিস সাজিয়ে রাখতে পছন্দ করেন, তাঁরা সাবধান। তা উড়ে গিয়ে অন্য কারও বাড়িতে পড়লেও খুব ক্ষতি হবে।