শেয়ার বাজারের প্রসঙ্গ এলেই বাঙালির বুকে কাঁপন লাগে! শেয়ারে টাকা রাখা মানেই বাঘের পিঠে চড়া – মার্কেট ডাউন হলেই সব পয়সা বেহাত। আপনিও কি এমন একটা ভাবনা আঁকড়ে বসে আছেন? এটা ঠিক যে শেয়ারে লগ্নি করার ঝুঁকি আছে, কিন্তু পাশাপাশি এ কথাও খুব সত্যি যে ইকুইটি মার্কেটে টাকা যেভাবে বাড়ে তার তুলনা নেই। তাই কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করলেই হবে।
. কখনও কারও মুখের কথায় প্রভাবিত হয়ে শেয়ারে টাকা লাগাবেন না
বন্ধু, আত্মীয়, পরামর্শদাতা, প্রাণের মানুষ – কারও উপরে ভরসা করে শেয়ার বাজারে টাকা লাগাবেন না, বিরাট বোকামি হবে। আগে ইকনমিক্স বুঝুন, কোন কোন নিয়মের ভরসায় মার্কেট ওঠা-নামা করে সেটা জানুন। আপনার ফাইনান্সিয়াল প্ল্যানারের কথাও পুরোপুরি বিশ্বাস করার দরকার নেই। টাকা বের করার আগে পুরোপুরি নিশ্চিত হওয়া দরকার। যে কোম্পানিতে টাকা লাগাচ্ছেন, তাদের পারফরম্যান্স কেমন সেটা বুঝতে হবে টেকনিক্যালি। ইন্টারনেটে একটু নজর রাখলেই তা বুঝতে পারবেন।
. আনরেজিস্টার্ড ব্রোকার বা দালালের খপ্পরে পড়বেন না
কেবল নথিভুক্ত ব্রোকারের সঙ্গেই ডিল করুন, না হলে কিন্তু টাকা খোয়ানোর আশঙ্কা বাড়বে। অ্যাকাউন্ট খোলার আগে ব্রোকারের সম্পর্কে সব তথ্য আপনার হাতের মুঠোয় থাকা উচিত।
. শেয়ার মার্কেট থেকে শর্ট টার্ম রিটার্নের আশা করবেন না
শেয়ার বাজারের লগ্নি থেকে রাতারাতি রাজা হওয়ার আশা রাখবেন না, তাতে হাত পোড়ার আশঙ্কা থাকে। অনেকেই বলেন, মার্কেট যখন পড়তির দিকে, তখন শেয়ার কিনতে হয়। বাজার চাঙ্গা হলেই সব বেচে দেওয়া উচিত। এটা করাই যায় এক-আধবার, বার বার এমনটাই হলে কিন্তু আপনার টাকা বাড়বে না। শেয়ার বাজারের লগ্নিকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে দেখুন। অন্য যে কোনও অ্যাসেটের তুলনায় শেয়ার বাজার আপনাকে লং টার্মে বেশি প্রফিট দেবে।
. পোর্টফোলিও ডাইভার্সিফাই করা খুব জরুরি
একটি সেক্টর বা একই ধরনের কোম্পানিতে সুমস্ত টাকা লগ্নি করে ফেলবেন না। নানা ধরনের শেয়ার কিনুন। বিশেষজ্ঞরা বলেন, সব সময়েই বড়ো, মাঝারি আর ছোটো স্টকে টাকা লাগানো উচিত। মিড-ক্যাপ স্টক লং রানে খুব ভালো রিটার্ন দেয়। তবে খানিকটা ঝুঁকিও থাকে। বড়ো কোম্পানির শেয়ার মানে স্টেবল কিন্তু কম রিটার্ন। ছোটো কোম্পানির শেয়ারে টাকা লাগিয়েও ভালো প্রফিট হয়ে পারে যদি সেই ব্যবসা দাঁড়িয়ে যায়।
. লোন নিয়ে স্টক মার্কেটে টাকা খাটাবেন না
ধার নিয়ে কোনও ইনভেস্টমেন্ট করাটাই বোকামি। অল্প অল্প করে টাকা জমান, ছোটো ছোটো বিনিয়োগ করুন নিয়মিত। ধীরে ধীরে আপনার প্রোফাইল গড়ে উঠুক, কিন্তু রাতারাতি ফাটকা খেলার চেষ্টা করবেন না, তাতে আজ পর্যন্ত কারও লাভ হয়নি।