ইন্টারনেটে খুঁজে পাওয়া যায় না, এমন কোনও বিষয় নেই। তাই বলে আবার যে কোনও বিষয় নিয়ে সার্চ করলে কিন্তু বিপদও হতে পারে। আন্তর্জালেও কিছু এথিকস মেনে চলা হয় এবং তার লঙ্ঘন হলে কিন্তু আপনার উপর নেমে আসতে পারে আইনের খাঁড়া – পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে পারেন, তেমন তেমন ক্ষেত্রে জেল-জরিমানাও হতে পারে।
আপনি হয়তো ভাবছেন, বাড়িতে বা অফিসের কম্পিউটারে বসে আপনি কী সার্চ করছেন, তা আইনবিভাগ জানবে কীভাবে? কিছু কি-ওয়ার্ড আছে, যা সার্চ করলেই আপনি সাইবার সিকিউরিটি বিভাগের নজরদারির আওতায় চলে আসবেন এবং আপনার ডিভাইসের আইপি অ্যাড্রেস ট্র্যাক করতে কোনও অসুবিধেই হবে না।
কোন কোন কি-ওয়ার্ড বিপজ্জনক
ডার্ক ওয়েব
এ কথা সবাই জানেন যে নানা টেরর অ্যাক্টিভিটি, আর অপরাধ জগতের কাজকর্ম ডার্ক ওয়েবের মাধ্যমে হয়। সেখানে চাইল্ড পর্নোগ্রাফি, অপহৃত নারী, চুরি যাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিক্রির বাজার আছে, চলে অঙ্গ বা অস্ত্র ব্যবসা, বেআইনি আর্থিক লেনদেন। কিন্তু সাধারণ মানুষের কাছে সেই অন্ধকার পথে ঢোকার হদিশ থাকে না।
ইন্টারনেটের মাধ্যমে যেই আপনি সেই অন্ধকার দুনিয়া সম্পর্কে খবরাখবর জোগাড় করার চেষ্টা করবেন, সেই মুহূর্তেই আইনরক্ষকদের রাডারে এসে যাবেন। আপনার গতিবিধির উপর নজর রাখা শুরু হতে পারে।
টেরর/ সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত কোনও টার্ম
বোমা তৈরি, প্লেন হাইজ্যাক করার পদ্ধতি, ব্যাঙ্ক ডাকাতি, বিস্ফোরণের মতো নিরীহ শব্দ নিয়েও সার্চ করবেন না। এবং কী প্রেশার কুকার বা টিফিনবাক্স কীভাবে মারণাস্ত্র হয়ে ওঠে তা নিয়ে খোঁজখবর শুরু করলেও বিপদ আছে। সারা দুনিয়ায় সন্ত্রাসের সঙ্গে মোকাবিলার ক্ষেত্রে কড়াকড়ি বাড়ছে – ভারতও তার ব্যতিক্রম নয়।
চাইল্ড পর্নোগ্রাফি
শিশুদের যৌনতা ফিল্মে ধরে রাখা অপরাধ, তা দেখা বা ছড়িয়ে দেওয়াও অপরাধ। শিল্পা শেঠির স্বামী ইরোটিকা নিয়ে ব্যবসা করে কিভাবে ফেঁসেছেন, দেখতেই পাচ্ছেন। চাইল্ড পর্নোগ্রাফিকে আরও বড়ো যৌন অন্যায় বলেই দেখা হয়। আপনার সার্চ হিস্ট্রি বা ক্যাশেতে দীর্ঘদিন প্রমাণ রয়ে যাবে – পুলিশের মনে হতেই পারে যে নিজে দেখার পাশাপাশি আপনি এ সব নিয়ে ব্যবসাও করেন।
মানুষ মারার উপায়
মানুষকে খুন করার নানা উপায় খোঁজা, অস্ত্র কেনা, আত্মহত্যার রাস্তা বের করা, কীভাবে মৃতদেহ সংরক্ষণ করে রাখা যায় ইত্যাদিও বিপজ্জনক কি-ওয়ার্ড।
মনে রাখবেন
. কখন, কীভাবে আপনি নজরবন্দি হয়েছেন বুঝতেও পারবেন না!
. সার্চ হিস্ট্রি ডিলিট করেও লাভ হবে না বিশেষ, সূত্র থেকে যাবে আপনার ক্যাশেতে।
. আজকাল ডিভাইসের লোকেশন, আইপি অ্যাড্রেস বের করা খুব সহজ হয়ে গিয়েছে।
. বাড়ির কমবয়সি সদস্যদেরও এই সমস্যাগুলো বুঝিয়ে দেওয়া উচিত। তারা স্রেফ কৌতূহলের বশে ভুল করে ফেলতে পারে।