আপনি কি সেই ধরনের মানুষ যাঁরা সুযোগ পেলেই বেরিয়ে পড়েন বাড়ির বাইরে? ঘুরে বেড়ান দেশের নানা প্রান্তে? তা হলে জেনে রাখুন, দেশের মধ্যে প্লেনে ঘোরাফেরা করার খরচ বাড়তে চলেছে। ফলে টিকিটের দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়াতে হবে আপনার বাজেট, আর না হলে ফিরে যেতে হবে সময়সাপেক্ষ ট্রেনযাত্রায়।
কেন্দ্রীয় সরকার গত বৃহস্পতিবার অন্তর্দেশীয় বিমানযাত্রার মাশুল বাড়িয়েছে, ফলে প্লেনের টিকিটের দাম অন্তত ৩০ শতাংশ বেড়ে যাওয়ার কথা। সেই সঙ্গে মার্চের ৩১ তারিখ পর্যন্ত প্রতিটি বিমান কেবল ৮০% প্লেন চালানোর অনুমতি পেয়েছে। ভাড়ার উর্ধ্বসীমার ক্ষেত্রেও কিছু ছাড় পাচ্ছে বিমান সংস্থাগুলি। বুঝতেই পারছেন, মোদ্দা ব্যাপার হল, আপনার খরচ বাড়তে চলেছে।
কিন্তু কতটা? এতদিন পর্যন্ত কলকাতা-দিল্লি উড়ানের ক্ষেত্রে ভাড়ার উর্ধ্বসীমা ছিল ৩,৫০০-১০,০০০ টাকার মধ্যে – এই রেঞ্জের মধ্যেই বিমান সংস্থাগুলি আপনাকে চার্জ করত, প্রিমিয়াম টিকিট হলে দাম বেশি, নতুবা কম। এ ছাড়াও কিন্তু এয়ারপোর্ট ব্যবহারবাবদ কিছু টাকা ধার্য করা হয়, দিতে হয় জিএসটি আর সিকিউরিটি ফি। এই পরিবর্তিত নিয়মের ফলে ভাড়ার রেঞ্জ গিয়ে দাঁড়িয়েছে ৩,৯০০-১৩,০০০ টাকায়।
আপাতত বলা হয়েছে, প্রতিটি বিমান সংস্থাকে আগামী ৩১ মার্চ পর্যন্ত এই নিয়ম মেনে চলতে হবে। তার পর পরিস্থিতি বুঝে নতুন সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে – না হলে বহাল থাকবে এই অধ্যাদেশ। প্রসঙ্গত, গত বছরের ২৫ মে থেকে উড়ান সংস্থাগুলি বিমান চালানোর অনুমোদন পায়। প্রথমে সংস্থা মোট বিমানের তিনভাগের একভাগ মাত্র ব্যবহার করতে পারত। তার পর ৪৫% ও কিছুদিন পর ৬০% বিমান চালানোর অনুমতি দেওয়া হয়। এখন সেটাই বাড়িয়ে ৮০% করা হয়েছে। সিভিল এভিয়েশন মন্ত্রকের ধারণা, বিমান সংস্থা একেবারে স্বাভাবিকভাবে কাজ করতে আরম্ভ করলে এবং সব বিমান চালালে ভাড়া খানিকটা কমানো সম্ভব হলেও হতে পারে।
একটা কথা মানতেই হবে, করোনার কারণে বিমান সংস্থাগুলির খরচ বেড়েছে অনেকটাই। জ্বালানির দাম বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে স্যানিটাইজেশনের খরচ। ভ্রমণ এখনও স্বাভাবিক হয়নি, মানুষ নেহাত দায়ে না পড়লে বেরোতে সাহস পাচ্ছেন না। ছুটি কাটাতে যাওয়া ক্রেতার সংখ্যা বেশ কম, একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে কর্পোরেট ক্লায়েন্টেল। যে সব মিটিং আগে সামনাসামনি হত এবং এগজিকিউটিভরা এক শহর থেকে আর এক শহরে উড়ে বেড়াতেন, সে সব এখন অনলাইনেই সেরে ফেলা হচ্ছে। ফলে বিমান পরিষেবা কতদিন মধ্যবিত্তের নাগালে থাকবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।