আমেরিকান অভিনেত্রী অ্যাম্বার হার্ড সম্প্রতি খবরের শিরোনামে এসেছেন কন্যাসন্তানের মা হয়ে – সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া এই শিশুটিকে অ্যাম্বার নিজের দায়িত্বে পৃথিবীতে এনেছেন, তাকে মানুষও করবেন একা। আপাতত তিনি কোনও সম্পর্কে নেই, ঘোষণা করেছেন যে কন্যা উনাঘ পেগের সঙ্গেই বাকি জীবনটা অচ্ছেদ্যভাবে জুড়ে থাকবেন।
সমাজে সিঙ্গল মানুষের সংখ্যা বাড়ছে, এ কথা ঠিক। কেউই আর অন্য কারও সঙ্গে সর্বস্ব দিয়ে অ্যাডজাস্ট করে থাকার পক্ষপাতী নন। বরং সারগেসি বা অ্যাডপশনের মাধ্যমে সন্তানের দায়িত্ব নেওয়াটাকেই শ্রেয় বলে মনে করছেন। সন্তানের দায়িত্ব নেওয়ার আগে যে কোনও মানুষেরই কয়েকটি বিষয় সম্পর্কে একেবারে নিশ্চিত হয়ে নেওয়া উচিত।
১. আপনি দায়িত্ব নেওয়ার ব্যাপারে কতটা আগ্রহী?
সন্তান মানে সারা জীবনের কমিটমেন্ট। আজ ভালো লাগল, কাল বিরক্ত হয়ে গেলেন – এমন হলেও চলবে না। অনেকে সাধ করে পোষ্যের দায়িত্ব ঘাড়ে নেন, তার পর নতুন চাকরি পেয়ে শহর বদলাতে হলে তাকে নির্দ্বিধায় ছেড়ে চলে যান। সন্তানের ক্ষেত্রে তেমনটা করা যাবে না কিন্তু। দায়িত্ব আপনাকেই নিতে হবে।
২. আর্থিকভাবে ঠিক কতটা সুরক্ষিত আপনি?
বাচ্চা আনার আগে সাত-পাঁচ ভালোভাবে ভেবে নিন। দরকারে সময় নিতে পারেন। কিন্তু সিঙ্গল পেরেন্ট হিসেবে আপনাকেই বাচ্চার পুরো দায়ভার নিতে হবে সেটা খেয়াল রাখবেন।
৩. যদি পরবর্তীকালে কোনও সম্পর্কে জড়িয়ে পড়েন, বাচ্চার কী হবে?
অ্যাম্বার যেমন ঘোষণা করেই দিয়েছেন যে সন্তান তাঁর প্রথম প্রায়োরিটি। সুস্মিতা সেনও তাঁর দুই কন্যাকে বাদ দিয়ে কোনও সম্পর্কে জড়াননি কখনও। আপনি কারও সঙ্গে জড়িয়ে পড়লে বাচ্চার কী হবে? আপনার অবর্তমানে আপনার সেই সঙ্গী সন্তানের দায়িত্ব নেবেন তো?
৪. বাচ্চার দেখাশোনার জন্য কে কে আপনাকে সাহায্য করবেন?
সারা জীবন তো আর বাড়ি থেকে কাজ করার সুযোগ থাকবে না – তাই বাচ্চার দেখাশোনা করার জন্য আপনার সাহায্যের প্রয়োজন হবেই! কে সেই দায়িত্ব নেবেন? বাচ্চার শরীর খারাপ, স্কুল, পার্কে খেলতে যাওয়া, সাঁতার ক্লাস – সব কিছু তো আর আপনি একা সামলাতে পারবেন না – হেল্প করার মানুষ লাগবেই।
৫. নিজের সময় বলে তেমন কিছু থাকবে না – সেটা মানতে পারবেন তো?
বাচ্চার দায়িত্ব নিলে আপনার ব্যক্তিজীবনে তার প্রভাব পড়বেই। গোড়ায় মনে হবে নিজের জন্য কোনও সময় মিলছে না, বেড়াতে যাওয়া, বন্ধুদের সঙ্গে পার্টি করতে যাওয়ার মতো ব্যাপার বিলাসিতা হয়ে দাঁড়াবে। তার পরেও নিজের শরীর আর মনের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। এতটা পারবেন তো?