এ কথার উত্তর একবাক্যে দেওয়া সম্ভব নয়, মানুষভেদে পরিস্থিতি বদলায়। এ কথা ঠিক যে সেক্সুয়াল কম্প্যাটিবিলিটি না থাকলে সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ সহজ হয়। আবার পাশাপাশি এমন অনেক মানুষ আছেন যাঁরা যৌন সম্পর্কে না থেকেও খুব সুখে আছেন একে-অপরের সঙ্গে।
. এমন মানুষ আছেন, যাঁরা অ্যাসেক্সুয়াল। অর্থাৎ যৌন সম্পর্কে আগ্রহহীন। এঁরা প্রেমে পড়েন, মানসিক আকর্ষণ থাকে পার্টনারের প্রতি। কিন্তু ইন্টারকোর্স পর্যন্ত গিয়ে উঠতে পারেন না শারীরিক ও মানসিকভাবে। কেউ কেউ আবার প্রেমেও পড়েন না যৌনতাতেও আগ্রহ থাকে না। আপনি বা আপনার পার্টনার তেমন হলে আর পাঁচজনের মতো যৌনতা উপভোগ করতে পারবেন না হয়তো।
. বিবাহিত সম্পর্কে যৌনতা না থাকলে ধীরে ধীরে অন্তরঙ্গতা কমতে থাকে – অন্তত তেমনটাই বিশ্বাস করা হয়। তবে মনে রাখবেন, যৌনতা বলতে কিন্তু আমরা স্রেফ পেনিট্রেটিভ সেক্সের কথাই বলছি না – স্পর্শ, আলিঙ্গন, কাছাকাছি থাকা, চুমু খাওয়া, ওরাল সেক্স-ও পড়ে এই তালিকায়। যৌনতা আমাদের শরীর আর মন, দুটোকেই তৃপ্ত করে। সুস্থ যৌন সম্পর্ক থাকলে নারীর-পুরুষ পরস্পরের কাছাকাছি থাকেন মানসিকভাবে, সম্পর্কের ভিত মজবুত হয়।
. বিয়ের পর প্রথমদিকে যৌন সম্পর্কে মানুষের যতটা আগ্রহ থাকে, তা কমতে আরম্ভ করে সময়ের সঙ্গে সঙ্গে। সেটা স্বাভাবিক, কারণ তার পরে অনেক দায়িত্ব এসে যায়। সময় আর সুযোগ পাওয়াও কঠিন হয়ে দাঁড়ায়। অনেক সময় সংসার-সন্তানের ঝক্কি সামলে মহিলাদের ক্লান্তি চেপে ধরে – যৌনতার জন্য আগ্রহ থাকে না। কারণ যাই হোক না কেন, পার্টনারের সঙ্গে কথা বলাটা জরুরি। কারণ আপনার সেক্স ড্রাইভ নেই আর সঙ্গীর আছে এবং কেউই এ বিষয়ে কোনও কথা বলছেন না – এই পরিস্থিতি তৈরি হলে কিন্তু নানা জটিলতা দেখা দেবে।
কীভাবে যৌন আগ্রহ বজায় রাখবেন?
. মনের কথা খুলে বলুন অন্যজনকে। যতই কাজের চাপ থাকুক বা ক্লান্ত থাকুন না কেন, একে অপরকে এড়িয়ে যাবেন না। একসঙ্গে থাকলে অন্যজনের সুবিধে-অসুবিধের দিকেও খেয়াল রাখতে হবে।
. প্রথমে বোঝার চেষ্টা করুন, কোন কারণে আপনার যৌন ইচ্ছে জাগে। তার পর অন্যজনেরটা নিয়ে ভাববেন। পুরুষের শরীর যেভাবে জেগে ওঠে, সেভাবে উত্তেজনা অনুভব করেন না মহিলারা। তাঁদের যৌন ইচ্ছে জেগে ওঠে খানিক ফোরপ্লে-র পর। সেটা না হলে সঙ্গম আরামদায়ক হয় না। এই খুঁটিনাটি তথ্য মাথায় রেখে এগোন। যৌনতার জন্যে খানিক সময় বের করে নিন।
. মানুষের সেক্স ড্রাইভ বাড়ে-কমে। কোনও ওষুধের প্রভাবে বা অসুখের কারণে যৌন ইচ্ছে কমে গিয়েছে কিনা দেখতে হবে। প্রেগন্যান্সি চলাকালীন বা মেনোপজ হওয়ার আগে-পরে মহিলাদের যৌন চাহিদায় পরিবর্তন আসতে পারে। দরকারে ডাক্তারের সঙ্গে কথা বলে নিন।
. যৌনতা নিয়ে আমরা একেবারেই কথা বলি না, তারই প্রভাব পড়ে সম্পর্কে। এই ভুলটা করবেন না – খোলাখুলি আলোচনা করলে বাকি সব অসুবিধে ঠিক সামলে নিতে পারবেন।