মেডিক্লেমের নাম শুনলে মানুষের মধ্যে দু’ ধরনের প্রতিক্রিয়া হয়। একদল ভাবেন, বেকার টাকা আটকে রাখা হচ্ছে স্বাস্থ্যবিমায়, শরীর খারাপ না হলে তা কাজে লাগবে না। অন্যদল স্বাস্থ্যবিমার টাকা আদায় করতে গিয়ে নাকাল হয়েছেন কোনও না কোনও সময়ে, তাই মুখ ফিরিয়ে নিয়েছেন।
কিন্তু গোটা দুনিয়ায় যখন স্বাস্থ্য সঙ্কট চলছে, তখন বিমার সুরক্ষাকবচ যে কতটা প্রয়োজনীয়, তা নিশ্চয়ই বুঝে গিয়েছেন? কোভিড একেবারে নতুন একটি রোগ, তাই আপনার যদি স্বাস্থ্যবিমা করানো থাকে, তা হলে তার আওতার মধ্যেই আপনি কোভিড সুরক্ষা পাবেন। এজেন্টের সঙ্গে কথা বললে বা বিমার সাইটে গিয়ে ভালো করে দেখলেই সব তথ্য মিলবে।
কিন্তু যাঁদের কোনও স্বাস্থ্যবিমা করানো নেই তাঁরা কী করবেন? তাঁদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে, সমস্ত নথিপত্র ভালো করে দেখে নিয়ে এখনই কোনও বিমা করিয়ে নিন। কোভিড হলে তার সমস্ত্রকম খরচপত্র বহন করবে আপনার বিমা সংস্থা, রোগ নির্ণয় হওয়ার দিন থেকে মুক্তি পাওয়া ও হাসপাতালবাসের খরচ মিলবে। যদি ডাক্তার বাড়িতে থেকেই চিকিৎসা করানোর পরামর্শ দেন, তা হলেও সমস্ত খরচ পাওয়ার কথা।
জেনে রাখুন, ভারত সরকারের IRDAI গাইডলাইন অনুসরণ করে দু’ ধরনের কোভিড পলিসি তৈরি করা হয়েছে। একটির নাম করোনা কবচ পলিসি, অন্যটি হল করোনা রক্ষক পলিসি, এছাড়াও গ্রুপ হেলথ ইনশিওরেন্সও করানো যায়। যে কোনও সংস্থার থেকেই আপনি পলিসি কিনুন না কেন, নিয়মকানুন অপরিবর্তিত থাকবে।
করোনা কবচে অতিমারি চলাকালীন হোম কেয়ার, হাসপাতাল বাস, অ্যাম্বুলেন্স চার্জ, পিপিই কিট, মাস্ক, গ্লাভস, ডাক্তারের ফি, আইসিইউ চার্জ ইত্যাদি সব খরচ কভার করা হবে। ন্যূনতম ৫০০০০ টাকা থেকে সর্বাধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত সাম ইনশিওরড থাকবে। আয়ুষ ট্রিটমেন্টের খরচও জোগাবে এই বিমা।
করোনা রক্ষক পলিসি একটি ইনশিওরেন্স প্ল্যান যেখানে ন্যূনতম ৭২ ঘণ্টা বা তার বেশিদিন হাসপাতালে থাকার টাকা মিলবে। পিপিই, মাস্ক, নেবুলাইজার, অক্সিজেন সিলিন্ডার, গ্লাভস, আয়ুষ ট্রিট্মেন্ট ইত্যাদি সব ধরা থাকবে। ১৮-৬৫ বছরের যে কেউ এই পলিসি করাতে পারেন, ব্যক্তিগত সাম ইনশিওরেন্স হবে ২.৫ লক্ষ থেকে ৫ লক্ষের মধ্যে। কো মর্বিডিটি থাকলে বাড়তি কিছু টাকা গুনতে হতে পারে।
যাঁদের গ্রুপ পলিসি আছে, তাঁরা ভালো করে জেনে নিন কী কী সুযোগ পেতে পারেন। অজস্র বেসরকারি বিমা সংস্থা নানা মেডিক্লেম পলিসি বিক্রি করছে, বুঝে-শুনে পছন্দমতো একটি বেছে নিতে হবে আপনাকেই। যাঁদের আগেই মেডিক্লেম রয়েছে, তাঁরা দেখে নিন করোনা সংক্রান্ত কী সুবিধে পাবেন সেই বিমায়।
নতুন পলিসি কেনার আগে দেখে নিন –
. কতদিনের ওয়েটিং পিরিয়ড ধার্য করা হয়েছে। করোনা কবচ বা করোনা রক্ষকের ক্ষেত্রে পলিসি কেনার ১৫ দিনের মধ্যে কোনও ক্লেম করা যায় না। কোনও কোনও ক্ষেত্রে তা ৩০ দিনেরও হতে পারে।
. প্ল্যান বাছাইয়ের আগে দেখে নিন কী কী সুবিধে পাবেন। ডাক্তার বাড়িতে থাকার কথা লিখে না দিলে কিন্তু অনেকেই হোম আইসোলেশনের খরচ পাচ্ছেন না।
. কোয়ারেন্টাইনের খরচ সংক্রান্ত কিছু নির্দিষ্ট বিধিনিষেধও আছে।